এক্সপ্লোর
Advertisement
গোয়ার ফিল্ম ফেস্টিভ্যালে এস দুর্গা দেখাতে তথ্য ও সম্প্রচারমন্ত্রককে নির্দেশ কেরল হাইকোর্টের
কোচি: গোয়ায় চলতি চলচ্চিত্র উত্সবে মালয়ালম ছবি এস দুর্গা দেখাতে বলল কেরল হাইকোর্ট। ছবিটি উত্সব থেকে বাদ দিয়েছিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। সেই পদক্ষেপের বিরুদ্ধ ছবির পরিচালক সনল কুমার শশীধরন আদালতের দ্বারস্থ হন। সেই পিটিশন গ্রহণ করে বিচারপতি বি বিনোদ চন্দ্রন আজ মন্ত্রককে নির্দেশ দেন ছবিটি দেখাতে। আদালত বলেছে, ছবিটির সার্টিফায়েড কপি ফেস্টিভ্যালে দেখানো যেতে পারে।
চলচ্চিত্র উত্সবের প্যানোরামা বিভাগ থেকে এস দুর্গা বাদ পড়ার পরই শশীধরন এই পদক্ষেপ অসাংবিধানিক বলে সওয়াল করে কেরল হাইকোর্টে যান। ১৩ সদস্যের জুরির সুপারিশ অগ্রাহ্য করে এস দুর্গা ও মারাঠি ছবি ন্যুড বাদ দিয়েছিল মন্ত্রক।
শশীধরন পিটিশনে বলেন, মন্ত্রক জুরির সিদ্ধান্তে একতরফা ভেটো প্রয়োগ করে ছবিটি প্যানোরামা থেকে বাদ দিয়ে দেয়, কিন্তু তাঁকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি, কোনও কারণ দর্শানোও হয়নি। কেন্দ্রের পদক্ষেপের কোনও আইনি যুক্তিই নেই। তিনি আরও বলেন, ছবিটির আসল নাম সেক্সি দুর্গা ছিল বলে কিছু বিচ্ছিন্ন গোষ্ঠী ভুল করে ধরে নেয়, এতে দেবী দুর্গার কথা বলা হয়েছে, তারা প্রবল আপত্তি তোলে, যদিও বাস্তবে ছবির বিষয়বস্তুর সঙ্গে দেবী দুর্গা বা কোনও ধর্মীয় চরিত্রের সঙ্গে কোনও সম্পর্কই নেই!
ছবিটি ২০১৭-র ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রোটারডামে হিভোস টাইগার পুরস্কারে সম্মানিত হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement