এক্সপ্লোর
দেখুন: খালি হাতে এক মিনিটে ১২৪ টি নারকেল ভেঙে বিশ্বরেকর্ড

তিরুবনন্তপুম: রেকর্ড তো কত রকমেরই হয়। রেকর্ডও গড়া হয় ভাঙার জন্যই। এবার কেরলের এক ব্যক্তি ভাঙার রেকর্ড গড়লেন। পুঞ্জার জেলার পি ডমিনিক ত্রিসুরের সোভা সিটি মলে একটি অনুষ্ঠানে খালি হাতে এক মিনিটেরও কম সময়ে ১২৪ টি নারকেল ভেঙে রেকর্ড গড়লেন। এ ক্ষেত্রে জার্মানির মহম্মদ কাহরিম্যানোভিক এক মিনিটের মধ্যে ১১৮ টি নারকেল ভাঙার রেকর্ড ভাঙলেন কেরল রাজ্য সরকারি পরিবহণ নিগমের কর্মী। ডেলি মেল-এ প্রকাশিত খবর অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে ডমিনিকের কীর্তি গিনেস বুক অফ ওয়ার্ল্ডে স্থান পাবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















