এক্সপ্লোর
Advertisement
বিশ্বের সবচেয়ে ভারী মহিলার চিকিত্সা নিয়ে মিথ্যে বলছেন চিকিত্সকরা, ২৪০ কেজি ওজন কমেনি, দাবি ইমনের বোনের
মুম্বই: মুম্বইয়ে এইমুহূর্তে সইফি হাসপাতালে ওজন কমানোর চেষ্টা চলছে মিশরের বাসিন্দা বিশ্বের সবচেয়ে ভারী মহিলা ইমন আহমেদের। সম্প্রতিই ইমনের চিকিত্সকরা একটি ছবি প্রকাশ করেন। সেখানে দেখা যাচ্ছে ইমন টিভি দেখছেন এবং প্রচুর ওজন কমিয়েও ফেলেছেন। চিকিত্সকদেরও দাবি, ইমনের অস্ত্রোপচারের পর তাঁর প্রায় ২৪০ কেজি ওজন কমেছে। কিন্তু এরপরই পাল্টা একটি ভিডিও প্রকাশ করে চিকিত্সকদের বিরুদ্ধে মিথ্যে কথা বলার চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন ইমনের বোন শাইমা সালিম। তিনি চিকিত্সক মুফাজ্জাল লাকডাওয়ালা এবং হাসপাতাল কর্তৃপক্ষকে মিথ্যেবাদী বলেছেন। এমনকি ইমনের অবস্থা এখন এমন, যে তাঁর মস্তিষ্ক কাজ করাও বন্ধ করে দিয়েছে বলে দাবি করেছেন শাইমা।
এই অভিযোগ প্রসঙ্গে চিকিত্সক লাকডাওয়ালা ও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এটা কার্যত ইমনের পরিবারের লোকের ইচ্ছাকৃত ভাবে ইমনকে হাসপাতাল রেখে দেওয়ার চেষ্টা। কারণ, মিশরে এধরনের রোগের বিনামূল্যে চিকিত্সা পরিষেবা দেওয়ার কোনও ব্যবস্থা নেই। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তাঁরা এখনও পর্যন্ত ইমনের ওপর প্রায় দুকোটি টাকা খরচ করেছেন। এছাড়া সারা দুনিয়া থেকে ডোনেশন বাবদ আরও বেশ কিছু অর্থ সংগ্রহ করেছিলেন তাঁরা।
প্রসঙ্গত, সোমবারই সুস্থ, বেশ অনেকটা মেদহীন ইমনের ছবি প্রকাশের পর তাঁর বোন শাইমার এই মন্তব্যে প্রত্যেকেই স্তম্ভিত।শাইমার দাবি, ইমন গত দশ দিন আগে থ্রম্বোসিসে আক্রান্ত হয়েছিলেন। এছাড়া ইমনের বোনের অভিযোগ তাঁর দিদিকে ফিডিং টিউব দিয়ে খাওয়ানোয়, তিনি ঠিক করে নিঃশ্বাস নিতে, কথা বলতে পারছেন না।
শাইমার এই সমস্ত অভিযোগ শুনে কার্যত খারাপই লেগেছে ইমনের চিকিত্সকের। তাঁর দাবি মানবিকতার খাতিরে তাঁরা যেভাবে ইমনকে এখানে এনে নিজেদের চেষ্টায় চিকিত্সা পরিষেবা দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করছেন, সেটাকে এভাবে ভুল ব্যাখা করায়, তিনি আশাহত।
আবার শাইমার পাল্টা অভিযোগ, উল্লেখিত চিকিত্সক এবং হাসপাতাল কর্তৃপক্ষ সস্তায় প্রচারের জন্যে এই সমস্ত কিছু করেছেন। এমনকি ইমন যে ২৪০ কেজি ওজন ঝড়িয়ে ফেলেছেন সেকথাও মিথ্যে বলে দাবি করেছেন শাইমা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বিনোদনের
খবর
Advertisement