এক্সপ্লোর
Advertisement
নিহত জঙ্গিদের দেহ চেয়ে সেনাকে পাথর বিক্ষোভকারীদের, গুলিতে কাশ্মীরে হত ১, জখম একাধিক
শ্রীনগর: সকালে আত্মঘাতী জঙ্গি হামলায় এক ক্যাপ্টেন সহ তিন সেনা জওয়ান নিহত হওয়ার কয়েক ঘন্টা পর ফের অশান্তি কাশ্মীরে। কুপওয়ারার পঞ্জগামে যেখানে সেনা-জঙ্গি সংঘর্ষ হয়েছিল, সেখানে দুপুরে বিক্ষোভ দেখায় স্থানীয় লোকজন। সকালে সেনা ঘাঁটিতে হামলা চালাতে এসে খতম হওয়া জঙ্গিদের দেহ তাদের হাতে তুলে দিতে হবে, এই দাবিতে পাথর ছুঁড়তে থাকে বিক্ষোভকারীরা। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেখে গুলি চালায় সেনা। গুলিতে নিহত হয় এক বিক্ষোভকারী, জখম হয় বেশ কয়েকজন। নিহত ব্যক্তির বয়স প্রায় ৭০। সেনা ছাউনি লক্ষ্য করে আশপাশের এলাকা থেকে পাথর বৃষ্টির খবর পাওয়া গিয়েছে।
সকালে জঙ্গি হানায় ৫-৭ জন জওয়ান আহত হন। পাল্টা গুলিতে নিহত হয় হামলাকারী ২ জঙ্গি। নিহত জঙ্গিদের হেফাজত থেকে তিনটি একে-৪৭ রাইফেল মিলেছে। নটি ম্যাগাজিন, হাত গ্রেনেড. একটি ম্যাট্রিক্স শিট, একটি স্মার্ট ফোনও উদ্ধার হয়েছে। কোনও ব্যাকপ্যাক পাওয়া যায়নি, যা থেকে সূত্রের অভিমত, জঙ্গিদের সেনা ছাউনির ভিতরে কোথায় কী আছে, তা বিস্তারিত জানা ছিল।
আহত জওয়ানদের চিকিত্সার জন্য পাঠানো হয় সেনার ৯২ বেস হাসপাতালে।
আরও এক জঙ্গি সেনা ছাউনির ভিতরে অন্ধকারের সুযোগ নিয়ে ঘাপটি মেরে থাকতে পারে, সন্দেহে চলছে জোর তল্লাশি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
জেলার
Advertisement