এক্সপ্লোর
লাদাখের মতো ঘটনা ভারত বা চিন, কোনও পক্ষেরই স্বার্থের অনুকূল নয়: বিদেশমন্ত্রক

নয়াদিল্লি: ডোকলাম অচলাবস্থা নিয়ে চিন লাগাতর হুমকি দিয়ে চলেছে। এই অবস্থায় কোনও রকম প্ররোচনায় পা না দিয়ে নিজের অবস্থানে অনড় ভারত। ডোকলাম অচলাবস্থার ব্যাপারে পারস্পরের গ্রহণযোগ্য সমাধান সূত্র খুঁজে বের করতে চিনের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হবে বলে জানাল ভারত। এর পাশাপাশি, বিদেশমন্ত্রক জানিয়েছে যে, লাদাখের প্যানগোং টসো-তে গত ১৫ আগস্ট ভারত ও চিনের বাহিনীর মধ্যে একটা ঘটনা ঘটেছিল। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেছেন, লাদাখের মতো ঘটনা দুই দেশেরই স্বার্থের পক্ষে অনুকূল নয়। সীমান্ত এলাকায় দুই দেশেরই শান্তি ও স্থিতিবস্থা বজায় রাখা উচিত। উল্লেখ্য, জানা গিয়েছিল যে, ১৫ আগস্ট লাদাখে ভারতের মাটিতে চিনা বাহিনীর অনুপ্রবেশ ভারতীয় সীমান্তরক্ষী জওয়ানরা রুখে দিয়েছিলেন। পাল্টা চিনা বাহিনী তাদের টার্গেট করে পাথর ছোঁড়ে। জবাব দেন এ দেশের জওয়ানরাও। দুপক্ষেরই বেশ কয়েকজন আঘাত পান এতে। যদিও ওই দিন পাথর ছোঁড়াছুড়ির ঘটনা ঘটেছিল কিনা, বা রড ব্যবহার করা হয়েছিল কিনা, এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি কুমার। তিনি বলেছেন, ‘আমি বলতে চাই যে, ওইদিন একটা ঘটনা ঘটেছিল’। ওই ঘটনাকে সীমান্তের অন্য স্থানে ঘটনার সঙ্গে যুক্ত করা যায় না বলেও মন্তব্য করেছেন কুমার। তিনি বলেছেন, লাদাখের ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে চিনা সেনার মধ্যে দুবার বর্ডার পার্সোনেল মিটিং (বিপিএম) হয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, গত ১৬ আগস্ট চুশুলে বিপিএম হয়েছিল। এর এক সপ্তাহ আগে নাথুলায় অন্য বৈঠকটি হয়েছিল। ডোকলামে চলতি অচলাবস্থা সম্পর্কে কুমার বলেছেন, এটি খুবই সংবেদনশীল বিষয়..পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানসূত্রে পৌঁছতে ভারত চিনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে। দ্বিপাক্ষিক সম্পর্কের পথ মসৃণ করতে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা প্রয়োজন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















