এক্সপ্লোর
উত্তরপ্রদেশে লোকে বাঁচে কমদিন, জীবন অনিশ্চিত, অখিলেশ সরকারের রিপোর্ট দেখিয়েই খোঁচা মোদীর

নয়াদিল্লি: শিশুমৃত্যুর হার, সাক্ষরতা, লিঙ্গ অনুপাত নিয়ে উত্তরপ্রদেশ সরকারের ওয়েবসাইটের তথ্য উল্লেখ করে সমাজবাদী পার্টিকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণের আগে মহারাজগঞ্জে এক জনসভায় মোদী বলেছেন, ‘উত্তরপ্রদেশে জীবন সংক্ষিপ্ত ও অনিশ্চিত। একজন মহিলা ৫৫ বছরেরও কম সময় বেঁচে থাকেন। পাঁচ বছর বা তার কমবয়সি শিশুদের মৃত্যুর হার প্রতি হাজারে ১৪১। এক্ষেত্রে সাব-সাহারান আফ্রিকা অঞ্চলের দেশগুলির সঙ্গে উত্তরপ্রদেশের সাদৃশ্য আছে।’ মোদী আরও দাবি করেছেন, এখনও পর্যন্ত হওয়া পাঁচ দফার ভোটগ্রহণে বিজেপি-র জয় নিশ্চিত হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশের মানুষ ১৫ বছরের লুঠতরাজের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। বাকি দু দফার ভোটগ্রহণে উদ্বৃত্ত ভোট পাবে বিজেপি। কংগ্রেস-সপা জোটকে কটাক্ষ করে মোদী বলেছেন, একটি দল উত্তরপ্রদেশকে বেহাল করে দিয়েছে। অন্য একটি দল উত্তরপ্রদেশের বেহাল দশার কথা বলছিল। পরে দুটো দল হাত মেলাল। আলুর কারখানা প্রসঙ্গে মন্তব্য করায় কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, রাহুলের এটা জানা নেই যে নারকেলের রস হয় না, জল হয়। তাঁরা ক্ষমতায় আসার পর ইউরিয়ার কালোবাজারি বন্ধ করেছেন বলেও দাবি প্রধানমন্ত্রীর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















