এক্সপ্লোর
Advertisement
চপ্পলকাণ্ড: সংসদেই মন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষোভ শিবসেনা সদস্যদের
নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়ার কর্মীকে শিবসেনা সাংসদের মারধরের ঘটনা প্রসঙ্গে ফের উত্তাল লোকসভা। শিবসেনা সাংসদরা সভার মধ্যেই অসামরিক বিমান পরিবহণমন্ত্রী অশোক গজপতি রাজুকে মিনিট দশেক ঘেরাও করে রাখেন। গজপতি রাজুকে ঘেরাওমুক্ত করতে এগিয়ে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ ও বিজেপি সাংসদ এস আহুলওয়ালিয়া। গায়কোয়াড়ের বিমান যাত্রার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখান শিবসেনা সাংসদরা। তাঁরা হুমকি দেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে মুম্বই থেকে কোনও বিমান উড়তে দেওয়া হবে না।
এর আগে গায়কোয়াড় বিমান কর্মীকে চপ্পল দিয়ে মারার ঘটনায় নিজের বক্তব্য পেশ করেন। এয়ার ইন্ডিয়ার কর্মীকে চপ্পল দিয়ে মারার অভিযোগের পর গায়কোয়াড়ের বিমান যাত্রায় বিভিন্ন বিমান পরিবহণ সংস্থা নিষেধাজ্ঞা জারি করেছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল চার্টার্ড ফ্লাইটে দিল্লিতে আসেন গায়কোয়াড়। সংসদে শিবসেনা সাংসদ বলেন, তিনি সংসদের কাছে ক্ষমা চাইছেন, এয়ার ইন্ডিয়ার কাছে নয়। তাঁর দাবি, তিনি ভুল কিছু করেননি। কোনওরকম তদন্ত না করেই তাঁর মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। গায়কোয়াড় আরও বলেন, ওই বিমানকর্মীই তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। তিনি বিমানকর্মীকে চপ্পল দিয়ে মারার কথা স্বীকার করেননি।
হৈ-হট্টগোলের জেরে কিছুক্ষণের জন্য অধিবেশন মুলতুবি করে দেন লোকসভার অধ্যক্ষ।
এই ঘটনার পর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় সৌহার্দ্যপূর্ণভাবে সমাধানের জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করা হবে। রাজনাথ সিংহ আজ এই আশ্বাস দিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement