এবিপি আনন্দ-লোকনীতি-সিএসডিএস সমীক্ষা: কোন সম্প্রদায়ের ভোট কার দিকে?
কলকাতা: এক নজরে দেখে নেওয়া যাক এবিপি আনন্দ এবং লোকনীতি-সিএসডিএস-এর এগজিট পোল অনুযায়ী কোন জাতির ভোট কার দিকে পড়তে পারে।
সমীক্ষার ফল অনুযায়ী, ব্রাহ্মণ ও রাজপুত সম্প্রদায়ের ভোটের অধিকাংশই বিজেপির দিকে যেতে পারে। অন্য উচ্চবর্ণের ভোটও বিজেপির দিকে ঝুঁকলেও, অন্যরাও ভাগ পেতে পারে।
সমীক্ষা অনুযায়ী, জাঠ সম্প্রদায়ের ভোট অজিত সিংহের নেতৃ্ত্বাধীন রাষ্ট্রীয় লোক দলের দিকে বেশি ঝুঁকবে। প্রসঙ্গত, এই দলটি বিজেপির অন্যতম শরিক।
উত্তরপ্রদেশ নির্বাচনের ভাগ্য-নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে এসেছে যাদব সম্প্রদায়। এবিপি আনন্দ এবং লোকনীতি-সিএসডিএস-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, এই সম্প্রদায়ের অধিকাংশটাই যাবে সমাজবাদী পার্টির দিকে।
সমীক্ষা বলছে, আবার কুর্মি, কোয়েরি ও লোধ সম্প্রদায়ের ভোটে অন্য দলের তুলনায় বিজেপি সামান্য এগিয়ে থাকলেও গত লোকসভা নির্বাচন থেকে তা পড়তির দিকে।
সমীক্ষা বলছে, নিচুবর্ণ ও অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির ভোটের ক্ষেত্রেও অন্য দলের তুলনায় বিজেপি সামান্য এগিয়ে থাকলেও গত লোকসভা নির্বাচন থেকে তা পড়তির দিকে।
জাতব জাতির ভোট প্রায় পুরোপুরি বহুজন সমাজ পার্টিকেই সমর্থন করছে বলে সমীক্ষায় উঠে এসেছে। অন্যান্য দলিত সম্প্রদায়ের ভোটেও বিএসপি এক নম্বরে, দুইয়ে বিজেপি।
আবার সমীক্ষা বলছে, মুসলিম ভোটাররা বেশিরভাগ সমাজবাদী পার্টিকেই সমর্থন করছে। তবে, কিছু জায়গায় লাভ করতে পারে বিএসপি-ও।