এক্সপ্লোর
Advertisement
প্রাক্তন লোকসভা এমপিদের এক সপ্তাহে সরকারি বাংলো খালি করার নির্দেশ, কেটে দেওয়া হবে বিদ্যুত্, জল, গ্যাসের সংযোগ
হাউসিং কমিটির চেয়ারম্যান সি আর পাটিল আজ বলেছেন, সোমবার তাঁরা বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়েছেন, তিনদিনের মধ্যে ওইসব বাংলোর বিদ্যুত্, জল ও গ্যাসের সংযোগ কেটে দেওয়া হবে।
নয়াদিল্লি: মেয়াদ শেষের পরও ল্যুটিয়নের দিল্লিতে সরকারি বাংলো দখল করে রাখা প্রাক্তন লোকসভা সাংসদদের এক সপ্তাহ সময় দিয়ে তা খালি করে দিতে বলল লোকসভা নিযুক্ত হাউসিং কমিটি। ২০০-র বেশি প্রাক্তন সাংসদ আজও দিল্লির সরকারি বাংলো ছাড়েননি, সেখানে বসবাস করে চলেছেন বলে সংবাদ সংস্থার খবর। এই প্রেক্ষাপটে হাউসিং কমিটির চেয়ারম্যান সি আর পাটিল আজ বলেছেন, সোমবার তাঁরা বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়েছেন, তিনদিনের মধ্যে ওইসব বাংলোর বিদ্যুত্, জল ও গ্যাসের সংযোগ কেটে দেওয়া হবে। প্রাক্তন এমপিদের বলা হয়েছে, সাতদিনের মধ্যে বাংলো ছাড়তে হবে। তবে একইসঙ্গে তিনি জানান, কোনও সাংসদই বলেননি যে, বাংলো ছাড়বেন না।
চলতি নিয়মবিধি অনুসারে প্রাক্তন এমপিদের আগের লোকসভা ভেঙে যাওয়ার এক মাসের মধ্যে যার যার বাংলো থেকে উঠে যেতে হয়।
নরেন্দ্র মোদি সরকার কেন্দ্রে দ্বিতীয়বার সরকার গড়ার পর কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশক্রমে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ গত ২৫ মে ১৬-তম লোকসভা ভেঙে দেন। একটি সূত্রের দাবি, ২০০-র বেশি প্রাক্তন এমপি ২০১৪য় তাঁদের নামে বরাদ্দ হওয়া সরকারি বাংলো আজও খালি করেননি। সূত্রটি বলেছে, এই প্রাক্তন সাংসদরা ল্যুটিয়েনের দিল্লির বাংলো আটকে রাখায় নতুন সাংসদরা বাংলোয় উঠতে পারছেন না, তাঁদের অস্থায়ী আবাসে থাকতে হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement