এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
মেয়ে হওয়ায় স্ত্রীকে হেনস্থা, শ্বশুরবাড়ির কাছে খরচ বাবদ ৩০ হাজার টাকা দাবি! মামলা দায়ের
স্ত্রী কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। তার খরচ বাবদ স্ত্রীয়ের বাবা-মায়ের কাছে তিরিশ হাজার টাকা দাবি করলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্দিতে। ঘটনার প্রেক্ষিতে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
থানে: স্ত্রী কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। তার খরচ বাবদ স্ত্রীয়ের বাবা-মায়ের কাছে তিরিশ হাজার টাকা দাবি করলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্দিতে। ঘটনার প্রেক্ষিতে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
দিলসাদ গাবা মোমিনের স্ত্রী কন্যা সন্তানের জন্ম দেওয়ার পরে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন একেবারেই মেনে নিতে পারেননি। এজন্য স্ত্রীকে হেনস্থা করতে কন্যা সন্তানের খরচ বাবদ তিরিশ হাজার টাকা দাবি করেন স্বামী দিলসাদ গাবা মোমিন। এই অভিযোগের প্রেক্ষিতে স্বামী দিলসাদ ও তাঁর বাবা-মা সোনু গাবা মোমিন এবং নওসাদ মোমিনের বিরুদ্ধে হেনস্থা ও নির্মমতার অভিযোগ আনা হয়েছে বলে শনিবার জানিয়েছে পুলিশ।
অভিযুক্তদের কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement