Ringer lactate saline: এবার রিঙ্গার ল্যাকটেট স্যালাইন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা
ABP Ananda live: এবার রিঙ্গার ল্যাকটেট স্যালাইন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা। জোড়া মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির। আগামী বৃহস্পতিবার প্রথম মামলা হিসাবে হবে শুনানি। মামলা দায়ের বিজয় সিংহল এবং কৌস্তভ বাগচীর। '২০২৪ এর মার্চে কর্ণাটক স্যালাইন প্রস্তুতকারী সংস্থাকে নিষিদ্ধ করার পরেও রাজ্যে কীভাবে ব্যবহার?' প্রশ্ন তুলে হাইকোর্টে দায়ের মামলা। চলতি মাসেও আর.জি কর হাসপাতালে এই স্যালাইন ব্যবহার করা হয়েছে, দাবি মামলাকারীর।
রেশন দুর্নীতিকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, ED-র দাবি, যাঁর অভিযোগের ভিত্তিতে মামলা, সেই অভিযোগকারীরই খোঁজ মিলছে না
এদিকে, রেশন দুর্নীতিকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। ED-র দাবি, যাঁর অভিযোগের ভিত্তিতে মামলা, সেই অভিযোগকারীরই খোঁজ মিলছে না। ED সূত্রে খবর, ধাপা দুর্গাপুরের বাসিন্দা, তৃণমূল নেতা তারক মণ্ডলই অভিযোগকারী ছিলেন। চলতি মাসের গোড়ায় নোটিস পাঠালেও তিনি হাজিরা দেননি, ফোনেও সাড়া মেলেনি। ED-র অনুমান, ভবানীপুর থানায় তারক অভিযোগ জানালেও, তাঁর পিছনে অন্য কেউ রয়েছে। বৃহত্তর ষড়যন্ত্রের হদিশ পেতে ধাপার ওই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন, মনে করছেন ED-র আধিকারিকরা।



















