BJP News: পবন সিংহকে তলব সিআইডি-র। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ পবন সিংহের
ABP Ananda Live: ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় অর্জুন পুত্র পবন সিংহকে তলব সিআইডি-র। ভবানীভবনে হাজিরা পবন সিংহের। তিনি এই সংস্থায় সক্রিয় নন, তবে সিআইডি ডাকলেই আসবেন, দাবি পবন সিংহের। 'অর্জুন সিংহ তৃণমূলে থাকাকালীন এই ঘটনা নিয়ে কোনও প্রশ্ন ওঠেনি'। 'অর্জুন সিংহ বিজেপি-তে যোগদান করার পরই ডাকাডাকি শুরু হয়েছে'। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে দাবি পবন সিংহের।
রেশন দুর্নীতিকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, ED-র দাবি, যাঁর অভিযোগের ভিত্তিতে মামলা, সেই অভিযোগকারীরই খোঁজ মিলছে না
এদিকে, রেশন দুর্নীতিকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। ED-র দাবি, যাঁর অভিযোগের ভিত্তিতে মামলা, সেই অভিযোগকারীরই খোঁজ মিলছে না। ED সূত্রে খবর, ধাপা দুর্গাপুরের বাসিন্দা, তৃণমূল নেতা তারক মণ্ডলই অভিযোগকারী ছিলেন। চলতি মাসের গোড়ায় নোটিস পাঠালেও তিনি হাজিরা দেননি, ফোনেও সাড়া মেলেনি। ED-র অনুমান, ভবানীপুর থানায় তারক অভিযোগ জানালেও, তাঁর পিছনে অন্য কেউ রয়েছে। বৃহত্তর ষড়যন্ত্রের হদিশ পেতে ধাপার ওই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন, মনে করছেন ED-র আধিকারিকরা।


















