এক্সপ্লোর
Advertisement
নাইট কার্ফুর জেরে মহারাষ্ট্রে সন্ধ্যা সাড়ে ৭ টার পর বাতিল ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’-র শো
করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ায় নতুন করে মহারাষ্ট্র নাইট কারফিউ জারি হচ্ছে। আর তারই জেরে মহারাষ্ট্রে ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ এর সমস্ত শো সন্ধ্যা সাড়ে ৭ টার পরে বাতিল হতে পারে, এমনটাই জানা গিয়েছে।
নয়াদিল্লি: করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ায় নতুন করে মহারাষ্ট্র নাইট কারফিউ জারি হচ্ছে। আর তারই জেরে মহারাষ্ট্রে ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ এর সমস্ত শো সন্ধ্যা সাড়ে ৭ টার পরে বাতিল হতে পারে, এমনটাই জানা গিয়েছে।
মুম্বইয়ের একটি মাল্টিপ্লেক্সের এক কর্মচারী জানাচ্ছেন, “ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’-এর নাইট শো বেশ ভালো চলছিল। এখন, আমরা এই সমস্ত শোয়ের বুকিং বাতিল করছি। আমাদের কাছে যারা বুক করেছেন তাদের ধন্যবাদ। সকলেরই যোগাযোগের বিশদ তথ্য রয়েছে আমাদের কাছে। আমরা শো বাতিল হওয়া সম্পর্কে তাদের জানিয়েছি এবং তাদের পূর্ববর্তী শো বুক করার পরামর্শ দিয়েছি।”
রাজ্য জুড়ে, এই সিদ্ধান্তটিতে ক্ষুব্ধ সিনেমা প্রদর্শনকারীরা। চলচ্চিত্র প্রদর্শক ও পরিবেশক অক্ষয় রাঠি বলছেন, “কার্ফু আরোপের সিদ্ধান্তের ফলে ব্যবসা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।” কেন তিনি এমনটি অনুভব করেন সে সস্পর্কে তাঁর ব্যাখ্যা , “ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ একটি ধরনের ছবি যা মূলত শিক্ষিত ও বেতনভোগী শ্রেণির মানুষই বেশি করে দেখতে আসবেন। তাঁরাই আসেন সন্ধ্যাবেলার শো দেখতে।কিন্তু নাইট কার্ফুর ফলে তাঁদের আসাটাই বন্ধ হয়ে যাবে।“
প্রসঙ্গত, রাতের কারফিউ বিধিটি এখন পর্যন্ত কেবল মহারাষ্ট্র এবং হিমাচল প্রদেশে চাপিয়ে দেওয়া হয়েছে। বাকি রাজ্যগুলিতে, ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ শো সকাল থেকে রাত পর্যন্ত শো হতে পারে। তবে, অক্ষয় রাথি বলছেন , “মুম্বই এবং পুনেতে এই জাতীয় ছবি খুব ভাল চলে। তাই ব্যবসার ক্ষতিটা হবেই।”
উল্লেখ্য, ব্রিটেনে নোভেল করোনাভাইরাসের একটি নতুন স্ট্রেন মারাত্মক চেহারা নিয়ে ছড়িয়ে পড়ায় নতুন করে দুনিয়াব্যাপী উদ্বেগের পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, সব পুরসভার আওতাধীন এলাকায় রাত ১১টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত নৈশকালীন কার্ফু বহাল থাকবে।গত মঙ্গলবার নিয়মটি চালু হয়েছে, ৫ জানুয়ারি পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement