এক্সপ্লোর
Advertisement
আলোয়ারে গণপিটুনি: মমতার মন্তব্যের নিন্দা, তাহলে উনি হিন্দুধর্ম ছাড়ুন! দাবি রাজস্থানের মন্ত্রীর
জয়পুর: বিজেপি দেশে ‘তালিবানি হিন্দুত্ব ও সাম্প্রদায়িকতার আবহাওয়া’ তৈরি করতে চাইছে বলে আলোয়ারে গোপাচারের অভিযোগে রাকবর খান নামে সংখ্যালঘু যুবককে গণপিটুনি দেওয়ার নিন্দা করে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এজন্য রাজস্থানের শ্রমমন্ত্রী যশবন্ত সিংহ যাদব বললেন, মমতার উচিত হিন্দুধর্ম পরিত্যাগ করা।
মমতা ‘সব হিন্দু সংগঠন সন্ত্রাসবাদী’ বলে ‘নির্লজ্জ মন্তব্য’ করেছেন, এমন অভিযোগ করেন যশবন্ত। বলেন, তাহলে ওনার উচিত হিন্দু ধর্ম ছেড়ে দেওয়া। ওনার মানসিক অবস্থা ভাল নেই। ওনার জ্ঞানগম্যি নেই, দেশকে ভালবাসেন না।
গরু তাদের কাছে মায়ের সমান, তাই হিন্দুরা গোপাচার, গোহত্যা কখনই সহ্য করবে না, নিজের আগের এই মন্তব্যে অনড় থাকেন যশবন্ত।
আলোয়ারের সাম্প্রতিক গণপিটুনিতে রাকবর খানকে মেরে ফেলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আইন হাতে তুলে নেওয়া, কাউকে মারধর বা হত্যা করা নিন্দনীয় বটেই, কিন্তু গরুর সঙ্গে জুড়ে রয়েছে হিন্দুদের ধর্মীয় অনুভূতি।
রাকবর যে মিও গোষ্ঠীর প্রতিনিধি, তাদের প্রতি তাঁর বার্তা, মিও ভাইদের গরুর চোরাকারবার ও হত্যা বন্ধ করতে বলছি দেশের ঐক্য, সংহতি ও সম্প্রীতির স্বার্থে।
গত ২০ জুলাই রাতে রাকবরকে পেটায় একদল লোক। তাঁকে রামগড়ের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে বলে ঘোষণা করেন। তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা বিচারবিভাগীয় হেফাজতে আছে।
মারধরে জখম রাকবরকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে অহেতুক দেরির অভিযোগ ওঠায় এক এএসআই ও তিন কনস্টেবলকে কর্তব্যে গাফিলতির জন্য পুলিশ লাইনসে পাঠানো হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement