এক্সপ্লোর
Advertisement
অন্য সম্পর্কে জড়িয়েছে সন্দেহে লিভ-ইন পার্টনার ও তাঁর ছেলেকে খুন সঙ্গীর
নয়াদিল্লি: দক্ষিণ-পূর্ব দিল্লির ওখলা এলাকায় নিজের লিভ-ইন সঙ্গী এবং তাঁর নাবালক পুত্রকে খুন করে ঝাড়খণ্ড পালিয়ে আসে ২৯ বছরের এক ব্যক্তি। পরে অভিযুক্ত ব্যক্তিকে ঝাড়খণ্ড থেকেই গ্রেফতার করে পুলিশ। মূলত, লিভ-ইন পার্টনার অন্য সম্পর্কে জড়িয়ে গিয়েছে। সেই সন্দেহের বশেই সঙ্গীকে খুন করে ওই ব্যক্তি।
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল অভিযুক্ত ব্যক্তি মদের একটি বোতল কিনে নিয়ে বাড়ি ফেরেন। তারপর সঙ্গীকেও পাণীয় পানের প্রস্তাব দেন। মদ্যপানের পর মহিলা অচৈতন্য হয়ে মাটিতে পড়ে যান। তখনই মহিলার গলায় ছুরি বসিয়ে তার গলার নলি কেটে দেয় ওই ব্যক্তি। এরপর পাশের ঘরে ঘুমিয়ে থাকা মহিলার ছোট শিশুপুত্রের গলারও নলি কেটে দেয় অভিযুক্ত। গত ২৫ এপ্রিল ঘর থেকে পচা গন্ধ বেরোচ্ছে এই খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দরজা ভেঙে ভেতরে ঢুকেই মা-ছেলের পচাগলা দেহ উদ্ধার হয়। এরপর ওই ব্যক্তির পৈত্তৃক ভিটে মালদার গ্রামে যায় পুলিশ। সেখানে তাকে না পাওয়ায় গেলেও পরে ঝাড়খণ্ডের কাছে সাহিবগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement