এক্সপ্লোর
Advertisement
মোদী, কেজরীবালের বাসভবনে বোমা! ভুয়ো ফোন এনআইএ অফিসে
নয়াদিল্লি: নরেন্দ্র মোদী, অরবিন্দ কেজরীবালের সরকারি বাসভবনে বোমা রেখে দেওয়া আছে বলে ফোন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) কার্যালয়ে! যদিও তদন্ত করে দেখা যায়, গোটা ব্যাপারটাই গুজব, ভুয়ো। কিন্তু বিস্ফোরণে খোদ প্রধানমন্ত্রী ও দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি-ফোন পেয়ে ঘুম ছুটে যায় নিরাপত্তা সংস্থাগুলির কর্তাদের। তড়িঘড়ি বিস্ফোরক খুঁজতে বাহিনী নামানো হয়।
এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ এনআইএ-র কন্ট্রোল রুমে ফোন করে জনৈক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নাশকতার হুমকি দেয়। এনআইএ থেকে পুলিশকে খবর পাঠানো হয়। ৭ রেসকোর্স রোডে মোদীর বাসভবন ও সিভিল লাইন্সে কেজরীবালের বাসভবনে বোমা নিষ্ক্রিয়কারী দল সহ একাধিক টিম ছুটে যায়। এক নিরাপত্তা অফিসার বলেন, দুটি জায়গায় ব্যাপক তল্লাশি চলে। কিন্তু সন্দেহজনক কিছুই মেলেনি। ফোনটি ভুয়ো। দিল্লি পুলিশের সন্ত্রাস দমন সেলকেও জানানো হয়।
জানা গিয়েছে, ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল পরিষেবার মাধ্যমে ফোনটি করা হয়েছিল। লোকটিকে খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলাও করা হবে।
প্রসঙ্গত, এ সপ্তাহের গোড়ায় এক ব্যক্তি রাষ্ট্রপতি ভবন, দিল্লির আরও কিছু জায়গায় বোমা রাখা আছে বলে হুমকি দিয়ে ফোন করেছিল পুলিশ কন্ট্রোল রুমে। খোঁজাখুঁজি শুরু হয়। লোকটিকে দিল্লির সাগরপুর এলাকায় পাওয়া যায়। জানা যায়, লোকটি মাদকাসক্ত। সে প্রাক্তন পুলিশ কমিশনার বি এস বাসির নম্বর চাইছিল। কিন্তু অপারেটর তার দাবি নাকচ করায় সে রাষ্ট্রপতি ভবনে বিস্ফোরক রাখার কথা বলে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement