এক্সপ্লোর
চিতাবাঘের আক্রমণে নিহত ১, বদলা নিতে আগুনে পুড়িয়ে খুন

আলোয়ার: রাজস্থানের আলোয়ার জেলার সারিস্কা অভয়ারণ্যের কাছে চিতাবাঘের আক্রমণে মৃত্যু হল এক ব্যক্তির। এই ঘটনার বদলা নিতে আগুনে পুড়িয়ে চিতাবাঘটিকে হত্যা করলেন গ্রামবাসীরা। সারিস্কার ফিল্ড ডিরেক্টর আর এস শেখাওয়াত বলেছেন, নিহত ব্যক্তির নাম রামপ্রতাপ গুর্জর। সারিস্কার কাছে মাধবগড় অঞ্চলে তাঁকে আক্রমণ করে চিতাবাঘটি। এরপর সে একটি গুহায় লুকিয়ে পড়ে। গ্রামবাসীরা সেখানে আগুন ধরিয়ে দেন। পালাতে না পেরে পুড়ে মারা গিয়েছে চিতাবাঘটি। রামপ্রতাপের পরিবারের হাতে তাঁর মৃতদেহ তুলে দেওয়া হয়েছে। ক্ষতিপূরণও দেওয়া হয়েছে। চিতাবাঘটিকে মারার জন্য গ্রামবাসীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। সারিস্কায় সম্প্রতি চিতাবাঘের আক্রমণে এই নিয়ে সাত জনের মৃত্যু হল। বন দফতর মানুষখেকো চিতাবাঘদের ধরার জন্য অভিযান চালাচ্ছে। গত মাসে একটি চিতাবাঘকে ধরা সম্ভব হয়েছে। কিন্তু তারপরেও চিতাবাঘের হানায় মানুষের মৃত্যু বন্ধ করা যাচ্ছে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















