এক্সপ্লোর
অসুস্থ বাবার চিকিৎসার সামর্থ্য নেই, মা, বোনকে মেরে তরুণের আত্মহত্যা

কুড্ডালোর: বাবা অসুস্থ। অর্থাভাবে চিকিৎসা করানো যাচ্ছে না। উপায় না দেখে আত্মহত্যা করলেন তামিলনাড়ুর কুড্ডালোরের এক তরুণ। তার আগে নিজের মা ও বোনকেও খুন করেন তিনি। ওই তরুণের নাম রঞ্জিত কুমার, বয়স ২১। লিভারে সমস্যার কারণে তাঁর বাবাকে কিছুদিন আগে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা বলেন, লিভার প্রতিস্থাপন ছাড়া উপায় নেই, সে জন্য লাগবে কয়েক লাখ টাকা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, টাকা জোগাড়ের প্রাণপণ চেষ্টা করেও ব্যর্থ হন রঞ্জিত। তাই হতাশা গ্রাস করেছিল তাকে। শেষমেষ নিজেদের বাড়িতেই মা ও বোনকে ছুরি মারেন রঞ্জিত। তারপর শেষ করে দেন নিজেকেও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















