এক্সপ্লোর
বিমানে জোর করে বিমানসেবিকার সঙ্গে সেলফি তুলে গ্রেফতার যাত্রী

নয়াদিল্লি: বিমানসেবিকার সঙ্গে জোর করে সেলফি তোলার চেষ্টার মাশুল দিতে হল গুজরাতের এক যাত্রীকে। বিমান মাটিতে অবতরণের সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেফতার করল পুলিশ। দমন থেকে মুম্বইয়ে জেট এয়ারওয়েজের বিমানে ফিরছিলেন মহম্মদ আবুবকর নামে ওই যাত্রী। বিমানের মধ্যেই তিনি এক বিমানসেবিকা ধরে সেলফি তোলার জন্য শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। ওই বিমানসেবিকার অভিযোগ, তিনি যখন করিডোর দিয়ে হেঁটে আসছিলেন তখন ওই যাত্রী তাঁর হাত ধরে টেনে সেলফি তোলার জন্য জোর করতে থাকেন। বারবার আপত্তি করা স্বত্ত্বেও ওই যাত্রী বলতে থাকেন, চলো, একটা সেলফি তুলি। বিমানসেবিকা রাজি না হলে আবুবকর তাঁর সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করেন। একটা সময় ওই বিমানসেবিকার কাঁধে হাত দিয়ে টেনে জোর করে সেলফি তোলেন আবুবকর। এই ঘটনা দেখে ছুটে আসেন বিমানের কর্মীরা। তাঁরা আবুবকরের কাজের প্রতিবাদ করেন। এতে নার্ভাস হয়ে গিয়ে আবুবকর লু-তে গিয়ে দরজা বন্ধ করে সিগারেট ধরান বলে অভিযোগ। ওই যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেফতার করা হয়। বিমানের মধ্যেই তিনি কী করে সিগারেট ধরাতে পারলেন তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















