এক্সপ্লোর
Advertisement
মন কি বাতে স্বচ্ছ ভারত সামার ইন্টার্নে যোগ দিতে পড়ুয়াদের আহ্বান, ফিটনেসকে জীবনের অঙ্গ করার পরামর্শ:মোদী
নয়াদিল্লি: দুদিনের চিন সফর শেষে আজ রেডিওতে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান। ৪৩ তম মন কি বাত অনুষ্ঠানে সম্প্রতি শেষ হওয়া কমনওয়েলথ গেমসে মহিলা ক্রীড়াবিদদের পারফর্ম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করেন মোদী। ক্রীড়াবিদদের থেকে অনুপ্রাণিত হয়ে ফিটনেসকে দেশবাসীর জীবনের অঙ্গ বানানোর আহ্বান জানিয়েছেন মোদী। কারণ, শরীর সুস্থ থাকলে মানুষের পক্ষে যেকোনও কাজ খুব সহজে করা সম্ভব বলে তিনি মনে করেন।
অনুষ্ঠানের শুরুতেই দেশবাসীকে বুদ্ধ পূর্নিমার শুভেচ্ছা জানিয়ে, নিজের বক্তব্য রাখা শুরু করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায় প্রত্যেক ভারতীয়র কাছে বুদ্ধ পূর্ণিমা একটি অত্যন্ত গুরত্বপূর্ণ দিন। তারপর তাঁর সরকারের স্বচ্ছ ভারত প্রকল্পের কথা উল্লেখ করে পরিচ্ছন্নতায় জোর দিয়ে তিনি বলেন প্রত্যেক পড়ুয়াকে তিনি স্বচ্ছ ভারতের সামার ইন্টার্নশিপ করার জন্যে আহ্বান জানাচ্ছেন কারণ, তিনি মনে করেন দেশের নতুন প্রজন্মকে যত বেশি কেন্দ্রীয় প্রকল্পে জড়ানো যাবে, ততই সমাজের উন্নয়নের গতি বাড়বে। এর সঙ্গে জল সংরক্ষণের বিষয় তাঁর সরকার যে যথেষ্ট তৎপর, সেকথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
স্বচ্ছ ভারত সামার ইন্টার্ন সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, সেরা ইন্টার্নকে পুরস্কৃত করবে তাঁর সরকার।ইউজিসি ক্রেডিট পয়েন্টও দেবে।
এছাড়া কৃষকদের গ্রাম থেকে অন্যত্র চলে যাওয়ার প্রবণতাও কমেছে বলে তিনি দাবি করেন, সৌজন্যে চাষীদের দ্বারা তৈরি কোওপারেটিভ সোসাইটি। এই সোসাইটি কৃষকদের সঙ্গে ন্যাশনাল লাইভলিহুড মিশনের সংযোগ স্থাপন করছে, যার ফলে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে, মন কি বাতে দাবি মোদীর। যার জেরে গ্রাম থেকে কৃষকদের শহরে চলে আসার প্রবণতা কমেছে বলে তিনি জানান।
ফিটনেস সম্পর্কে বলতে গিয়ে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের কথা উল্লেখ করেন মোদী। টুইটারে নিজের এক্সারসাইজ করার যে ছবি অক্ষয় পোস্ট করেছেন, তা সত্যিই অনুপ্রেরণার মন্তব্য মোদীর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement