এক্সপ্লোর
সুকমায় পুলিশের গুলিতে মৃত্যু মাও কম্যান্ডারের

রায়পুর: ছত্তিশগড়ে সুকমায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু মাওবাদী কম্যান্ডারের। পুলিশের আধিকারিক জিতেন্দ্র শুক্লা জানিয়েছেন, আজ ভোরে আরলামপাল্লি এবং মোদওয়াহি গ্রামের মাঝে জঙ্গলে ডিস্ট্রিক্ট রিজার্ভ গ্রুপ(ডিআরজি)-এর সঙ্গে সংঘর্ষ শুরু হয় মাওবাদীদের। ডিআরজি দল ঘটনাস্থলে পৌঁছলেই তাঁদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় পুলিশবাহিনীও। দুতরফেই চলে গুলি বিনিময়। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাওবাদীরা। এলাকা তল্লাশির সময় এক মাওবাদীর দেহ দেখতে পায় পুলিশ। মাওবাদীদের ইউনিফর্ম পোশাক থাকলেও সারা শরীরে কাদা মাখা, সঙ্গে মিলেছে একটি দেশি রাইফেলও। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম ভঞ্জম নন্দা। এই সক্রিয় মাওবাদী নেতা আরলামপাল্লি, মেদওয়াহি, টঙ্গুরা, টোয়াপাড়া এলাকার জনতনা সরকার গোষ্ঠীর প্রধান। তার বিরুদ্ধে বহু জায়গায় অপরাধমূলক ঘটনা ঘটানোর অভিযোগ রয়েছে। ১২ টি ওয়ারেন্ট রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে কিছু অস্ত্রশস্ত্র, তার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















