বিরিয়ানিতে কুকুরের মাংস! বন্ধুদের সঙ্গে মজা করতে সোস্যাল মিডিয়ায় ছবি দিয়ে গ্রেফতার এমবিএ ছাত্র
হায়দরাবাদ: বন্ধুদের হায়দরাবাদের বিরিয়ানি রেস্তোরাঁয় যাওয়া থেকে বিরত রাখতে মিথ্যা খবর ছড়িয়ে শ্রীঘরে এমবিএ পড়ুয়া। চন্দ্র মোহন নামে ওই ছাত্র মজা করে সংশ্লিষ্ট রেস্তোরাঁর পাশে কুকুরের মাংসের ছবি লাগিয়ে সোস্যাল মিডিয়ায় তুলে দেয় যাতে বন্ধুরা বিরিয়ানিতে কুকরের মাংস পরিবেশন করা হয়, বিশ্বাস করে রেস্তোরাঁর চৌকাঠে পা না রাখে। নিমেষের মধ্যে দাবানলের মতো সোস্যাল মিডিয়ায় চন্দ্র মোহনের পাঠানো ছবি ভাইরাল হয়ে যায়। পুলিশ হানা দেয় ওই রেস্তোরাঁয়। স্বাস্থ্য দপ্তরের লোকজন রেস্তোরাঁর মাংসের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করে নিয়ে যান। তবে প্রমাণ হয়, রেস্তোরাঁর মাংস কুকুরের নয়। এবার রেস্তোরাঁ মালিক চন্দ্র মোহনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে দাবি করেন, ভিত্তিহীন অভিযোগের জেরে তাঁর সংস্থার সুনাম নষ্ট হয়েছে, আর্থিক লোকসানও হয়েছে। পুলিশ মামলা রুজু করে গ্রেফতার করে চন্দ্র মোহনকে।