এক্সপ্লোর
Advertisement
ছেলেরা রান্না, ঘর সামলানো শিখুন, মেয়েরা ট্রেনিং নিন মার্শাল আর্টের, প্রস্তাব সুষমার
নয়াদিল্লি: সমাজে লিঙ্গ বৈষম্য ঘোচাতে বিদেশমন্ত্রী সুষম স্বরাজের দাওয়াই, ঘর সামলাতে হয় কীভাবে, কলেজে শিখতে হবে ছেলেদের, জানতে হবে ভাল রান্নাও। গৃহকর্মে নিপুণা হতে হবে শুধুই মেয়েদের, এমন প্রচলিত ধারণা ভেঙে দেওয়ার পক্ষপাতী তিনি।
মহিলা সংক্রান্ত চলতি জাতীয় নীতি খতিয়ে দেখতে গতকাল বৈঠকে বসেছিল এক মন্ত্রিগোষ্ঠী। সেখানে মেয়েদের শারীর শিক্ষার পাঠ, বিশেষত মার্শাল আর্ট শেখানোর পক্ষে সওয়াল করেন তিনি। গত ১৬ বছরে নাকি এই প্রথম ওই নীতির পর্যালোচনা করা হচ্ছে। মেয়েদের সামনে বর্তমানে যেসব চ্যালেঞ্জ রয়েছে এবং যেগুলি নতুন করে আসছে, মেয়েদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত বিষয়গুলির ওপর জোর দেওয়া হবে ওই নীতিতে।
একটি সূত্রের খবর, সুষমা বৈঠকে বলেছেন, পুরুষ ও মহিলা, উভয়েই পরিশ্রম করে, তবে কাজের চাপ, আয়তন বেশি মেয়েদের। ছেলেরা ঘরের কাজ সামলাতে শিখলে মেয়েদের সম্পর্কে চিরাচরিত ধারণার বদল হয়, তাদের সুবিধা হয়, ছেলেরাও মেয়েদের কল্যাণে অবদান রাখতে পারে।
১১ সদস্যের মন্ত্রিগোষ্ঠীতে আছেন বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামন, তথ্য ও প্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, নগরোন্নয়নমন্ত্রী বেঙ্কাইয়া নাইডু, কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণমন্ত্রী মানেকা গাঁধী।
বৈঠকে বেঙ্কাইয়া শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের সংরক্ষণের পক্ষে সওয়াল করেন। ওরা এর ফলে আরও ভাল সুযোগ পাবে বলে মন্তব্য করেন তিনি। কোনও মহিলা ব্যবসা শুরু করলে তাঁকে বেশি ঋণ দেওয়া উচিত বলেও অভিমত জানান বেঙ্কাইয়া।
রবিশঙ্কর প্রসাদের প্রস্তাব, গুরুতর নয়, এমন অপরাধে অভিযুক্ত বিচারাধীন মেয়েদের, এমনকী তারা দোষী সাব্যস্ত হলেও, সাজার মেয়াদের এক তৃতীয়াংশ খেটে ফেললেই ছেড়ে দেওয়া হোক। মহিলা বিচারাধীন বন্দিদের বিশেষ হোমে থাকার বন্দোবস্ত করার প্রস্তাব দেন নির্মলা।
তবে শেষ পর্যন্ত যাবতীয় প্রস্তাব বিচার-বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মানেকার মন্ত্রক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement