তিন তালাক বিল: ইসলাম নয়, কিছু মুসলমান পুরুষের গা-জোয়ারি মানসিকতা খতম হতে চলেছে, সংসদে মন্তব্য এম জে আকবরের
নয়াদিল্লি: বৃহস্পতিবার লোকসভায় ধ্বনিভোটে পাশ হল ঐতিহাসিক তাৎক্ষণিক তিন তালাক বিরোধী বিল। তার আগে, সংসদের নিম্নকক্ষে বিতর্কসভায় বক্তব্য পেশ করতে গিয়ে বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবর জানান, এই আইন তিন তালাক নয়, স্রেফ তাৎক্ষণিক তিন তালাক বিরোধী।
তিনি বলেন, আমি একজন মুসলমান হয়ে বলছি। বিলটি ইসলাম-বিরোধী হিসেবে উল্লেখ করে বিষ ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে, এই বিলের ফলে ইসলাম ধর্ম বিপন্ন। কিন্তু আমি বলব, কয়েকজন মুসলমান পুরুষের গা-জোয়ারি মানসিকতা ছাড়া আর কোনও কিছুই বিপন্ন নয়। তিনি যোগ করেন, এর ভিত্তিতে স্বাধীনতার আগেও দেশভাগের চেষ্টা হয়েছিল। এবার সমাজ বিভাজনের চেষ্টা চলছে।
আকবর বলেন, আমরা শরিয়ার কথা বলি। শরিয়ার কোনও আইন নয়। একটা পন্থা। আইনে বদল আনা যেতে পারে। মানুষের সুবিধার্থে আইনে পরিবর্তন করা দরকার। কোরানে বলা হয়েছে, কেউ চুরি করলে হাত কেটে দিতে, কারণ তা আল্লাহর ইচ্ছে। আমার প্রশ্ন, তাহলে আজ আপনারা হাত কেন কাটেন না?
তাঁর কটাক্ষ, বিষয় যখন পুরুষ-কেন্দ্রিক হয়, তখন সহজেই আইন তৈরি হয়ে যায়। আর নারীদের অধিকারের প্রসঙ্গ উঠলেই তখন আল্লাহ মনে পড়ে।