এক্সপ্লোর
বুরহান: সেই বাড়িটি জ্বালিয়ে দিল মারমুখী জনতা

শ্রীনগর: বুরহান ওয়ানি, তার দুই সঙ্গী যে বাড়িতে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে গত শুক্রবার মারা যায়, মারমুখী জনতা আজ সেই বাড়িটি জ্বালিয়ে দিল। কোকেরনাগের বুমদুরা এলাকার ওই বাড়িটি জনৈক মনজুর আহমেদের। তিনি সেদিনের গুলির লড়াইয়ে নিহত জঙ্গিদের একজনের আত্মীয় বলে শোনা যাচ্ছে। আজ একদল লোক মনজুরের সেই বাড়িতে চড়াও হয়ে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছে পুলিশ। সম্ভবত হামলাকারীদের ধারণা, সেদিন ওই বাড়িরই কেউ সেখানে বুরহানের থাকার ব্যাপারে নিরাপত্তাবাহিনীকে গোপনে খবর দিয়েছিল। সেই আক্রোশেই আজ সেখানে হামলা করা হয়। চলে যাওয়ার আগে বাড়ির পাশের আপেলের বাগানটিও নষ্ট করে দেয় তারা। সেখানে প্রবল উত্তেজনা রয়েছে, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্তারা। সেদিন ওই বাড়িতে সরতাজ নামে এক হিজবুল জঙ্গির লুকিয়ে থাকার পাকা খবর ছিল নিরাপত্তা বাহিনীর কাছে। তবে সেখানে বুরহানও থাকার সম্ভাবনার ব্যাপারেও আঁচ করেছিল তারা। কেননা তার আগে তাদের গোয়েন্দা সূত্রে বলে দেওয়া হয়েছিল, সরতাজ-বুরহান সবসময় একসঙ্গেই থাকে। অভিযান শেষ হওয়ার পর সেই বাড়ির ভিতর থেকে সন্ত্রাসবাদের পোস্টার বয় তকমা পাওয়া বুরহানের দেহ উদ্ধার হওয়ায় খুশিতে ফেটে পড়ে নিরাপত্তা বাহিনী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















