এক্সপ্লোর
Advertisement
গব্বর সিং ট্যাক্স: যারা দেশকে লুটেছে, তাদের মনেই ডাকাতের কথা আসবে! রাহুলকে কটাক্ষ, সামন্তবাদী মনোভাবে আচ্ছন্ন কং, তোপ মোদীর
মোরবি (গুজরাত): 'গব্বর সিং ট্যাক্স' বলে জিএসটি-র নিন্দা করায় রাহুল গাঁধীকে পাল্টা আক্রমণ নরেন্দ্র মোদীর। গুজরাতের বিধানসভা ভোটের প্রচার জমে উঠেছে প্রধানমন্ত্রী ও কংগ্রেস সহ সভাপতির পরস্পরকে আক্রমণ, প্রতি আক্রমণে। সৌরাষ্ট্রের মোরবির জনসভায় মোদী রাহুলের গব্বর সিং ট্যাক্স কটাক্ষের জবাবে বলেন, দেশকে যারা লুঠ করেছে, ডাকাতের কথা তো তাদের মনেই আসবে! ৯ ডিসেম্বর প্রথম দফায় ভোট মোরবিতে।
পাশাপাশি তিনি প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর কয়েক দশক আগের গুজরাত সফরের প্রসঙ্গ টেনে এনে কংগ্রেস 'সামন্ত্রতান্ত্রিক মনোভাবে' আচ্ছন্ন বলেও অভিযোগ করেন। বলেন, ইন্দিরা বেন মোরবিতে যখন এসেছিলেন, আমার মনে আছে চিত্রলেখা ম্যাগাজিনে বেরনো ওর একটা ছবির কথা। ছবিতে ছিল, দুর্গন্ধ ছিল বলে নাকে রুমাল চাপা দিয়েছেন উনি। কিন্তু জনসঙ্ঘ, আরএসএসের কাছে মোরবির রাস্তা সুগন্ধে ভরা, ওটা মানবতার সুগন্ধ। বরাবর কংগ্রেসের বিরুদ্ধে এলিট, পরিবারতন্ত্রের রাজনীতি করার অভিযোগ করেন মোদী। এদিনের আক্রমণ তাতে নয়া সংযোজন। কংগ্রেস তাঁর চা বিক্রেতা পরিচিতিকে নানা সময়ে কটাক্ষ করেছে। এদিন তারও জবাব তিনি দিলেন বলে মনে করা হচ্ছে।
গত সোমবার পরপর চারটি জনসভায় ভাষণ দিয়ে নিজের রাজ্যে দলীয় প্রচার চড়া সুরে বেঁধে দেন মোদী। আজ ফের প্রচার শুরু করে তিনি কংগ্রেস হ্যান্ড পাম্প বিলি করার মতো সামান্য প্রকল্পকেও নিজেদের কৃতিত্ব বলে বড়াই করছে, তা থেকে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। অন্যদিকে বিজেপি শাসনে নর্মদা প্রকল্পের মতো বড় ধরনের কাজ হয়েছে বলে তাঁর দাবি। তিনি বলেন, কংগ্রেসের উন্নয়নের মডেল হল হ্যান্ড পাম্প। বিজেপির কাছে সৌনি স্কিম বা সৌরাষ্ট্র অঞ্চলের জন্য নর্মদা জল প্রকল্প। আমরা বিশাল বিশাল পাইপ লাইনে সৌরাষ্ট্রের বাঁধগুলিতে জল ভরে দেব।
গুজরাতের ১৮২ টি বিধানসভা আসনে ভোট হবে দু দফায়। ৯ ও ১৪ ডিসেম্বর। ফল বেরবে ১৮ ডিসেম্বর।
.
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement