আডবাণী ৯১, শুভেচ্ছা, ‘নিঃস্বার্থভাবে’ বিজেপি গঠন, কর্মীদের তৈরি করায় আডবাণীর ভূমিকার প্রশংসা মোদীর, দলীয় সংগঠনকে শক্তিশালী করেছেন, বললেন অমিত শাহ
Went to Advani Ji’s residence and wished him on his birthday. pic.twitter.com/4We9Tp8Qui
— Narendra Modi (@narendramodi) November 8, 2018
Shri LK Advani Ji’s impact on Indian politics is immense. Selflessly and diligently, he built the @BJP4India and wonderfully mentored Karyakartas.
I pray for the good health and long life of our beloved Advani Ji.
— Narendra Modi (@narendramodi) November 8, 2018
Best wishes to Shri LK Advani Ji on his birthday. Advani Ji’s contribution towards India’s development is monumental. His ministerial tenures are applauded for futuristic decision making and people-friendly policies. His wisdom is admired across the political spectrum.
— Narendra Modi (@narendramodi) November 8, 2018
সবচেয়ে বেশি সময় বিজেপি সভাপতি পদে ছিলেন, দেশের উপপ্রধানমন্ত্রীও হয়েছিলেন আডবাণী। ‘নিঃস্বার্থভাবে, বুদ্ধিমত্তা’র সঙ্গে বিজেপি গঠন, দলের কর্মীদের ‘চমত্কার ভাবে’ তৈরি করার ব্যাপারে আডবাণীর ভূমিকারও প্রশংসা করেন মোদী।
অমিত শাহ ট্যুইটে বলেন, আডবাণী বিজেপি সংগঠনকে শক্তিশালী করেছেন, কর্মীদের অনুপ্রেরণা দেন, পাশাপাশি সারা জীবনের কঠোর পরিশ্রমের মাধ্যমে তাঁদের মধ্যে শৃঙ্খলাবোধও ছড়িয়ে দেন। জনসঙ্ঘ থেকে বিজেপি পর্যন্ত আমাদের আদর্শ জনতার মধ্যে ছড়িয়ে দিতে, সংসদে একজন দক্ষ রাজনীতিক হিসাবে ভারতকে প্রগতির রাস্তায় নিয়ে যাওয়ায় ভারতীয় রাজনীতিতে আডবাণীজীর অবদান অতুলনীয়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সভাপতি রাজনাথ সিংহ বলেন, উনি বিজেপিকে তার সৃষ্টি থেকে লালনপালন করেছেন। আডবাণীজী কোটি কোটি দলীয় কর্মীর কাছে অনুপ্রেরণা। ঈশ্বর ওনাকে আশীর্বাদ করুন। ওনার দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য কামনা করি।
जनसंघ से लेकर भाजपा तक हमारी विचारधारा को जन-जन तक पहुंचाने से लेकर संसद में एक कुशल राजनीतिज्ञ के रूप में भारत को प्रगति के पथ पर अग्रसर करने में आडवाणी जी का भारतीय राजनीति में अद्वितीय योगदान है। हम सभी भाजपा कार्यकर्ताओं की ओर से उन्हें शुभकामनाएं।
— Amit Shah (@AmitShah) November 8, 2018
আশি ও নব্বইয়ের দশক থেকে বিজেপির ধারাবাহিক উত্থানের কান্ডারী বলা হয় আডবাণীকে। ১৯৮৪-র লোকসভা ভোটে মাত্র ২টি আসন পাওয়া বিজেপি জাতীয় রাজনীতিতে অন্যতম প্রথম সারির শক্তি হয়ে ওঠে তাঁর জমানায়। যদিও ২০১৪-য় বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তাঁকে দলে কোণঠাসা করা হতে থাকে বলে দাবি তাঁর শিবিরের।