এক্সপ্লোর
Advertisement
সার্জিক্যাল স্ট্রাইক করা কম্যান্ডোদের অভিনন্দন জানাবেন প্রধানমন্ত্রী
নয়াদিল্লি: পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক সেরে আসা কম্যান্ডোদের ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাবেন স্বয়ং প্রধানমন্ত্রী। ক’দিনের মধ্যে তাঁদের নিয়ে আসা হবে দিল্লিতে, সেখানে নরেন্দ্র মোদী তাঁদের সঙ্গে দেখা করে জঙ্গি ঘাঁটি সফলভাবে গুঁড়িয়ে দেওয়ার জন্য তাঁদের অভিনন্দন জানাবেন।
এখনও পর্যন্ত সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রধানমন্ত্রী একটি কথাও বলেননি। তবে অপারেশনের সময় তিনিও অন্যান্য আধিকারিকদের সঙ্গে রাত জেগে প্রতিটি মুহূর্তের খেয়াল রাখছিলেন। জানা গেছে, মোদীর রুটিন বুঝে ওই কম্যান্ডোদের নিয়ে আসা হবে দিল্লিতে। এর আগে গত বছর মায়ানমারে ঢুকে জঙ্গিদের বিরুদ্ধে অপারেশন চালিয়ে ফিরে আসা কম্যান্ডোদের সঙ্গেও গোপনে মিলিত হয়েছিলেন তিনি।
পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালানো এই কম্যান্ডোদের বেশিরভাগই জম্মু কাশ্মীরে দীর্ঘদিন কাজ করেছেন। এঁরা ১, ৪ ও ৯ প্যারা স্পেশাল ফোর্সের সদস্য। সার্জিক্যাল স্ট্রাইকের জন্য বিশেষভাবে প্রশিক্ষণ পেয়েছেন এঁরা।
জানা গেছে, অপারেশনের অন্তত ১ সপ্তাহ এর পরিকল্পনা পুরোপুরি ছকা হয়ে যায়। এমনভাবে করা হয় গোটা অপারেশন, যাতে কম্যান্ডোদের কাউকে সরাসরি টার্গেট করতে পারেনি শত্রুপক্ষ। একজন শুধু অপারেশন শেষে চলে আসার সময় মাইনে পা ফেলে অল্প আহত হন।
শনিবার নর্দান কম্যান্ড পরিদর্শনে যান সেনাপ্রধান দলবীর সিংহ। তিনি অভিনন্দন জানান এই কম্যান্ডোদের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement