এক্সপ্লোর
Advertisement
মোদীর স্বাধীনতা দিবসের ভাষণ হতাশাজনক, নতুন কিছু নেই, সমালোচনা বিরোধীদের
নয়াদিল্লি: স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশে বক্তৃতার সমালোচনায় সরব বিরোধীরা। কংগ্রেস মোদীর ভাষণকে হতাশাজনক আখ্যা দিয়েছে। অন্যদিকে, বামপন্থী দলগুলি বলেছে, প্রধানমন্ত্রীর ভাষণে নতুন কিছু নেই।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে গোরক্ষপুরের হাসপাতালে শিশুমৃত্যুক ঘটনাকে বিপর্যয়ের সঙ্গে তুলনা করে 'সংবেদনশীলতার অভাব' দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন কংগ্রেসের মুখপাত্র আনন্দ শর্মার। তিনি বলেছেন, চাতুর্যতার মাধ্যমে প্রধানমন্ত্রী গোরক্ষপুরের শিশুমৃত্যুর ঘটনাকে বিপর্যয়ের সঙ্গে জুড়ে দিয়েছেন। এরফলে প্রধানমন্ত্রীর ভাষণে ওই মর্মান্তিক ঘটনার গভীরতার প্রতিফলন ঘটেনি।
তিনি বলেছেন, সরকারের ব্যর্থতার দিকগুলি তুলে ধরা উচিত ছিল প্রধানমন্ত্রীর।
শর্মা বলেছেন, প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের ভাষণ খুবই হতাশাজনক। ক্ষমতায় আসার আগে জনগনকে, বিশেষ করে, তরুণ, কৃষক ও দুর্বলতর শ্রেণীর কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে গত তিন বছরে সরকারের ব্যর্থতার খতিয়ান প্রধানমন্ত্রীর ভাষণে থাকা উচিত ছিল।
সংঘর্ষে দীর্ণ কাশ্মীর সমস্যা সমাধানের জন্য গুলি বা গালির পরিবর্তে ভালোবাসার প্রতি গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, কাছে টেনে নিতে হবে কাশ্মীরীদের। এ ব্যাপারে কংগ্রেস বলেছে, কাশ্মীরীদের কাছে টানতে কেউ কখনই প্রধানমন্ত্রীকে বাধা দেয়নি। তাঁর উচিত সমস্ত অংশের সঙ্গে কথা বলা এবং জাতীয় স্তরে, এমনকি কাশ্মীরেও সহমত গড়ো তোলা।
সিপিআই নেতা ডি রাজার অভিযোগ, প্রধানমন্ত্রী যখন কাশ্মীরীদের কাছে টানার কথা বলছিলেন, তাতে আন্তরিকতার অভাব ছিল। রাজা বলেছেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার তো সামরিক সমাধানে বিশ্বাস করে। এখন প্রধানমন্ত্রী কাশ্মীরীদের কাছে টানার কথা বলছেন। যে কথা তিনি বলছেন তাতে কোনও আন্তরিকতাই নেই।
ন্যাশনাল কনফারেন্স নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেছেন, তাঁর আশা প্রধানমন্ত্রীর ওই বক্তব্য নিরাপত্তা বাহিনী ও জঙ্গি-উভয় পক্ষের জন্যই।
নোট বাতিল সম্পর্কে প্রধানমন্ত্রী বক্তব্যের বিষয়ে ওমর বলেছেন, এটা খুবই ভালো কথা। সরকারকে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, এর অর্থ হল, রিজার্ভ ব্যাঙ্ক তাহলে বাতিল নোট গোনার কাজ শেষ করেছে, যার থেকেই ৩ লক্ষ কোটি টাকা উদ্ধারের সঠিক পরিমাণ জানা গেল।
আনন্দ শর্মা বলেছেন, কালো টাকার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর লড়াই একটা ধোঁকা। তাঁর অভিযোগ, সরকার স্বজনতোষণের অর্থনীতিকে মদত দিচ্ছে। তিনি আরও বলেছেন, সরকার কেন স্পষ্টভাবে জানাচ্ছে না যে, নোট বাতিলের ফলে যে টাকা জমা পড়েছে তার মধ্যে রিজার্ভ ব্যাঙ্কের সিন্ধুকে কত কালো টাকা এসেছে।
আনন্দ শর্মা আরও বলেছেন, প্রধানমন্ত্রী মুখে দুর্নীতির বিরুদ্ধে লড়াইযের কথা বলছেন। কিন্তু গত তিনবছরে কেন সরকার লোকপাল নিয়োগ করেনি, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
ধর্মের নামে হিংসার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সিপিআই নেতা রাজা বলেছেন, প্রধানমন্ত্রীর প্রথমে আরএসএস-বিজেপি ক্যাডারদের সাম্প্রদায়িক হামলা চালানো বন্ধ করতে বলা উচিত। তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী যা বলেছেন তা বিজেপি-আরএসএসের গুরুত্ব দেওয়া উচিত।
এ ব্যাপারে কংগ্রেসের আনন্দ শর্মা বলেছেন, যারা আতঙ্ক ও হিংসার পরিবেশ তৈরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বাধা দিচ্ছে কে। তিনি বলেছেন, যে সব রাজ্যে এ ধরনের ঘটনা ঘটেছে সেখানে তো বিজেপি ক্ষমতায় রয়েছে। কেন্দ্রেও ক্ষমতায় বিজেপি। শর্মার প্রশ্ন, তাহলে এ ধরনের ব্যক্তি ও সংগঠনগুলির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন।
কর্মসংস্থান নিয়ে কোনও কথা না বলায় প্রধানমন্ত্রীর সমালোচনা করেছে বিরোধীরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement