এক্সপ্লোর
Advertisement
প্রয়াত তিন সাংসদ, অমরনাথ তীর্থযাত্রীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুলতুবি সংসদ
নয়াদিল্লি: বাজেট অধিবেশন এবং বাদল অধিবেশনের মাঝের বিরতিতে প্রয়াত তিন সাংসদ এবং জঙ্গি হামলায় নিহত অমরনাথ তীর্থযাত্রীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন মুলতুবি করে দেওয়া হল।
আজ রাজ্যসভার অধিবেশনের শুরুতেই দু মিনিট নীরবতা পালন করেন সাংসদরা। শোকবার্তা পাঠ করেন চেয়ারম্যান হামিদ আনসারি। তিনি অমরনাথ যাত্রীদের উপর জঙ্গি হামলাকে কাপুরুষোচিত ও শুভবুদ্ধিহীন বলে দাবি করেছেন। এরপরেই তিনি আগামীকাল সকাল ১১টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন।
লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনও শোকবার্তা পাঠ করেন। তিনি অমরনাথ যাত্রীদের উপর জঙ্গি হামলাকে কাপুরুষোচিত বলে আখ্যা দেন। আজ নতুন সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের নেতা পি কে কুনহালিকুট্টি। ফারুক সম্প্রতি শ্রীনগরের উপনির্বাচনে জিতেছেন। কুনহালিকুট্টি জিতেছেন কেরলের মলপ্পুরম কেন্দ্র থেকে। ফারুক শপথ গ্রহণ করেন কাশ্মীরিতে। কুনহালিকুট্টি অবশ্য ইংরাজিতে শপথ গ্রহণ করেন। এরপর মুলতুবি হয়ে যায় লোকসভা।
দেশজুড়ে গোরক্ষকদের তাণ্ডব এবং গণপিটুনিতে বেশ কয়েকজনের মৃত্যু, জিএসটি, কাশ্মীর পরিস্থিতি এবং সিকিম সীমান্তে চিনের সঙ্গে সংঘাত নিয়ে বাদল অধিবেশনে সরকারকে আক্রমণ করতে তৈরি বিরোধী দলগুলি। সরকারও পাল্টা কৌশল নিচ্ছে। বিরোধীদের আক্রমণ প্রতিহত করে এই অধিবেশনকে ফলপ্রসূ করতে মরিয়া সরকার।
আজ থেকে শুরু হয়ে ১১ অগাস্ট পর্যন্ত চলবে বাদল অধিবেশন। বিরোধী দলগুলি গবাদি কেনা-বেচার উপর নিষেধাজ্ঞা জারি নিয়ে সরকারের কাছ থেকে জবাব চাইতে পারে। কৃষকদের সমস্যা, পাকিস্তান নীতি নিয়েও সরব হতে পারে বিরোধীরা। প্রধানমন্ত্রীর ইজরায়েল সফর, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভয়াবহ বন্যা, দার্জিলিঙের অগ্নিগর্ভ পরিস্থিতি, নোট বাতিলের প্রভাব, কর্মসংস্থান হ্রাস এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বিলগ্নিকরণ নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সিপিআই নেতা ডি রাজা বলেছেন, গোরক্ষকদের আইন হাতে তুলে নেওয়া এবং গণপিটুনি রুখতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে, সেটা তাঁরা জানতে চাইবেন। সংসদ বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি পাল্টা বলেছেন, বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা ও সহযোগিতার ভিত্তিতে তাঁরা সংসদের বাদল অধিবেশন ভালভাবে চালাতে চাইছেন। বিরোধীরা সাম্প্রতিক কোনও বিষয় নিয়ে আলোচনা চাইলে বাণিজ্য উপদেষ্টা কমিটিতে আলোচনা হবে। তথ্যপ্রযুক্তি, সম্পত্তি অধিগ্রহণ, শিশুদের অবৈতনিক শিক্ষার অধিকার, মোটর ভেহিকলস সহ বেশ কয়েকটি বিল পাশ করানোই সরকারের লক্ষ্য।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement