এক্সপ্লোর
Advertisement
অঙ্গদানের হার বাড়াতে শুরু ‘মোর টু গিভ’ অভিযান
নয়াদিল্লি:অঙ্গদানের হার বাড়াতে শুরু হল নতুন এক প্রচারাভিযান- ‘মোর টু গিভ’। আগামী ২০২০-র মধ্যে অঙ্গদানের হার প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় ০.৫ শতাংশ থেকে বাড়িয়ে দ্বিগুণ করার লক্ষ্যেই এই প্রচারাভিযান। কার্গিল দিবসে এই অভিযানের শুরু হয়েছে। বলিউড অভিনেতা ইরফান খান এই অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। অঙ্গদানের ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা এবং অঙ্গদানে তাঁদের উত্সাহিত করাই এর লক্ষ্য।
ফর্টিস হেল্থকেয়ারের সিইও ভবদীপ সিংহ বলেছেন, পাঁচ বছর আগে দেশে অঙ্গদানের হার ছিল ০.০৫ শতাংশো। যা বেড়ে হয়েছে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় ০.৫ শতাংশ। সরকারের সে রকম কোনও উদ্যোগ ছাড়াই অঙ্গদানের হারের এই বৃদ্ধি ঘটেছে। কিন্তু এখন সরকারও এগিয়ে আসায় এই হারও আরও বাড়বে বলেই আশা করা হচ্ছে।
এই অভিযানের সূচনা অনুষ্ঠানে বিশেষজ্ঞরা অঙ্গদানের ক্ষেত্রে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিবন্ধকতা সম্পর্কে আলোচনা করেন।
এইমসের অঙ্গ-প্রত্যঙ্গ সংগ্রহ করে সংরক্ষিত রাখার বিভাগের প্রধান আরতি ভিজ বলেছেন, ব্রেন ডেথের ধারনা সম্পর্কে সেভাবে সচেতনতা তৈরি হয়নি। এটাই অঙ্গদানের ক্ষেত্রে প্রধান সমস্যা। এ বিষয়ে সমাজে, এমনকি চিকিত্সকদের মধ্যেও সচেতনতার অভাব রয়েছে। ফোর্টিস হেল্থকেয়ারের এক্সিকিউটিভ চেয়ারম্যান মালবিন্দর মোহন সিংহ এ জন্য পরিকাঠামোর অভাবকে দায়ী করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
জেলার
Advertisement