এক্সপ্লোর
Advertisement
মায়ের নির্দেশে নিরাপত্তাবাহিনীর কাছে আত্মসমর্পণ কাশ্মীরী লস্কর জঙ্গির
শ্রীনগর: মায়ের ডাকে কাজ হল। ধরা দিল গত মে মাস থেকে নিখোঁজ থাকা ছেলে। উত্তর কাশ্মীরের তুজ্জর এলাকার ২৬ বছর বয়সি উমক খালিক মীর ওরফে ‘সামির’ নাম লিখিয়েছিল পাকিস্তানের মদতপুষ্ট লস্কর-ই-তৈবায়। গতকাল সেনাবাহিনীর আবেদনে মা উমককে আত্মসমর্পণের নির্দেশ দিলে সে অগ্রাহ্য করতে পারেনি। অস্ত্রসমেত ধরা দেয় নিরাপত্তাবাহিনীর কাছে।
সোপোরের প্রত্যন্ত গ্রামের একটি বাড়িতে এক জঙ্গি গা ঢাকা দিয়ে আছে বলে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে নিরাপত্তা সংস্থাগুলির সাহায্য নিয়ে গতকাল গভীর রাতে এলাকাটি ঘিরে ফেলে সেনাবাহিনী। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক সেনা অফিসার বলেছেন, আত্মগোপনকারী সন্ত্রাসবাদীর নাম উমক খালিক মীর ওরফে ‘সামির’, এটা তাঁরা জানতে পারেন। কিন্তু তাকে বারবার বেরিয়ে আসতে বলা হলেও কাজ না হওয়ায় ঠিক হয়, মাত্র ৫ কিমি দূরেই ওর বাড়ি, তাহলে ওর বাবা-মাকে আবেদন করা হবে, যদি তাঁরা ছেলেকে ফিরে আসতে বলেন এবং তাতে কাজ হয়। উমকের মা সেনাবাহিনীর অনুরোধ শুনে রাজি হন ছেলেকে ধরা দেওয়ার নির্দেশ দিতে। যদিও তাঁকে সেনাবাহিনী আশ্বস্ত করে, উমক ধরা দেওয়ার পর তার গায়ে একটি আঁচড়ও পড়বে না, তার প্রতি নমনীয়তা দেখানো হবে। ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় তাঁকে। ছেলেকে বোঝাতে তাঁকে ওই বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হয়। সেনা অফিসারটি বলেছেন, ভিতরে কী হচ্ছে, টানটান উত্তেজনা, অধীর আগ্রহে অপেক্ষা করতে হয় আমাদের। কারণ এতে ঝুঁকি ছিল যথেষ্ট। ওই মহিলা তো বটেই, তাঁকে রক্ষা করতে মানবঢাল হিসাবে পাঠানো আমাদের ছেলেদেরও জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা ছিল।
শেষ পর্যন্ত অবশ্য আশঙ্কা সত্যি হয়নি। অনেক বোঝানোর পর উমক মায়ের কথা মেনে বেরিয়ে আসে। একে-৪৭ রাইফেল, তিনটি ম্যাগাজিন, তিনটি গ্রেনেড, একটি রেডিও সেট সহ আত্মসমর্পণ করে নিরাপত্তাবাহিনীর কাছে। তাকে নিয়ম অনুসারে গ্রেফতার করে স্থানীয় পুলিশ।
ওই সেনা অফিসার বলেন, একটা মানুষের জীবন বাঁচাতে সর্বাত্মক চেষ্টা থাকে আমাদের। এটা তারই নমুনা। আমি খুশি যে, ঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম। যে ছেলের মগজ ধোলাই করে রাজ্যে নিরীহ মানুষ মারতে পাঠানো হোত, তাকে ফিরে আসতে হল মায়ের ডাকে। এটা সম্ভব হল স্নেহ, ভালবাসার শাসনে। জয় হল মাতৃত্বের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement