এক্সপ্লোর
Advertisement
উত্তরপ্রদেশকে 'সেরা রাজ্য' করে তোলার উদ্যোগে নয়া মাত্রা দিয়েছে ১১ মার্চ, ট্যুইট মোদীর
নয়াদিল্লি: ২০১৪ সালে উত্তরপ্রদেশকে দেশের মধ্যে 'সবচেয়ে সেরা' রাজ্য করে তোলার উদ্যোগের সূচনা হয়েছিল, যাতে গত ১১ মার্চ নতুন প্রাণ সঞ্চার হয়েছে বলে মন্তব্য করলেন নরেন্দ্র মোদী।
উত্তরপ্রদেশে দলের অভূতপূর্ব সাফল্যের পর ট্যুইটারে চলছে অভিনন্দনের বন্যা। কয়েকজন অনুগামীর প্রশংসাসূচক মন্তব্যের জবাবে প্রধানমন্ত্রীও ট্যুইট করে বলেন, ভারতকে নতুন উচ্চতায় তুলে নিয়ে যেতে হলে সবাইকে একযোগে চলতে হবে।
তিনি লিখেছেন, এটা বলতে পারি যে, আজ উন্নয়ন জন আন্দোলনে পরিণত হয়েছে। উত্তরপ্রদেশ এগলে ভারতের অগ্রগতি হবে। উত্তরপ্রদেশকে 'উত্তম প্রদেশ' করে তোলার আন্দোলন শুরু হয়েছিল ২০০৪-এ, তা বিরাট শক্তি অর্জন করেছে ১১ মার্চ। এভাবেই উত্তরপ্রদেশে বিজেপির অভূতপূর্ব সাফল্যকে ইঙ্গিত করলেন তিনি।When UP develops, India develops. Movement towards making Uttar Pradesh Uttam Pradesh began in 2014 & received a big boost on 11th March. https://t.co/BWhqqE3VcL
— Narendra Modi (@narendramodi) March 14, 2017
We are respected globally due to 125 crore Indians, who have shown their strengths & capabilities. https://t.co/aI6ngOqleV — Narendra Modi (@narendramodi) March 14, 2017প্রধানমন্ত্রী হিসাবে মোদীর পারফরম্যান্সকে কটাক্ষ করে কিছু মন্তব্য এসেছিল ট্যুইটারে। মোদী অনুগামীরা তার জবাব দেন। সে প্রসঙ্গেই ওই অভিমত জানান তিনি। ট্যুইটারে এও লেখেন, ১২৫ কোটি ভারতীয়ের জন্য গোটা বিশ্বে আমরা সম্মান পাই। ওই মানুষগুলো তাঁদের শক্তি, ক্ষমতার পরিচয় দিয়েছেন। ট্যুইট করে এও বলেন, অবশ্যই। প্রতিটি ভারতীয়র 'প্রধান সেবক' হয়ে উঠতে পেরে আমি সুখী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement