এক্সপ্লোর
মুম্বই আসছেন অমিত শাহ, মোদীকে রাহুলের আলিঙ্গন পোস্টারে শহর ছেয়ে ফেলল কংগ্রেস

মুম্বই: লোকসভায় রাহুল গাঁধীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলিঙ্গনের দৃশ্যে ভর দিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চায় কংগ্রেস। ওই দৃশ্যের বহু পোস্টার বানিয়ে মুম্বই শহর কার্যত ছেয়ে ফেলেছে তারা। বিজেপি সভাপতি অমিত শাহ শিগগিরই মুম্বই আসছেন। তার আগে রাহুলের ওই আলিঙ্গন পোস্টার শহরের নানা জায়গায় টাঙিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস কর্মীরা। সঙ্গে ট্যাগলাইন, নফরত সে নেহি, পেয়ার সে জিতেঙ্গে যার অর্থ, ঘৃণায় নয়, জিতব ভালবাসায়। অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির দিন লোকসভায় কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, আপনি আমাকে পাপ্পু বলতে পারেন, যা খুশি বলতে পারেন কিন্তু আপনার সম্পর্কে আমার মনে কোনও ঘৃণা নেই। নফরত সে নেহি, পেয়ার সে জিতেঙ্গে- এই কথা বলতে বলতে নিজের আসন ছেড়ে উঠে গিয়ে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের





















