নো-এন্ট্রিতে ঢুকে পড়া গাড়ি থামানোয় কনস্টেবলকে ‘চড়’ মহিলার
মুম্বই: নো-এন্ট্রিতে গাড়ি চালানোর সময় পুলিশ কনস্টেবল আটকানোয়, তাঁকে চড় মারার অভিযোগ উঠল আরোহী মহিলার বিরুদ্ধে। ঘটনাস্থল নভি মুম্বই।
খবরে প্রকাশ, বৃহস্পতিবার ঠাণে-বেলাপুর রোডে নো-এন্ট্রিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন অভিযুক্ত স্বপ্না পাতিল এবং তাঁর স্বামী সোপান আওহাদ। রাত পৌনে আটটা নাগাদ তাঁদের আটকান কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল প্রীতেশ ভাতুস।
অভিযোগ, প্রথমে কনস্টেবলকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করেন দম্পতি। কোনওমতে, গাড়ি থামাতে বাধ্য করলে, গাড়ি থেকে নেমে কনস্টেবলকে সজোড়ে চড় মারেন মহিলা। শুধু তাই নয়, মহিলা তাঁকে গুণ্ডা দিয়ে মার খাওয়ানোর হুমকিও দেন বলে অভিযোগ। মহিলা ও তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, বুধবার রাতে খাস কলকাতায় প্রায় একই ঘটনা ঘটে। মত্ত অবস্থায় গাড়ি চালাতে বাধা পেয়ে পুলিশকে মারধরের অভিযোগ ওঠে এক মহিলার বিরুদ্ধে।
জানা যায়, গতকাল রাত ১টা নাগাদ রাজারহাটের সিটি সেন্টার টুয়ের সামনে একটি গাড়ি করে আসছিলেন মহিলা। গাড়ি চালাচ্ছিলেন চালক। গতি বেশি থাকায় গাড়িটি আটক করে পুলিশ।
অভিযোগ, এতেই ক্ষিপ্ত হয়ে পুলিশকে মারধর শুরু করেন মহিলা ও চালক। পুলিশের দাবি মহিলা ও চালক দু’জনেই মত্ত অবস্থায় ছিলেন। দু’জনকেই গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ।