এক্সপ্লোর
Advertisement
১৫ অগাস্ট লাল চকে তুলতেই হবে জাতীয় পতাকা: দৃঢ়প্রতিজ্ঞ এই মুসলিম কিশোরী
আমদাবাদ: স্বাধীনতা দিবসে শ্রীনগরের লাল চকে জাতীয় পতাকা তোলার শপথ নিয়েছে ১৩ বছরের তাঞ্জিম মেরানি। তাঞ্জিম জানিয়েছে, খবরের কাগজে সে রোজ পড়ছে, কীভাবে কাশ্মীরে প্রকাশ্যে উড়ছে পাকিস্তানি আর আইএসআইএস পতাকা। বিচ্ছিন্নতাবাদীদের চাপে কাশ্মীরের মানুষের জাতীয় পতাকা উত্তোলনের স্বাধীনতাটুকুও নেই। তাই সে তার বাবাকে একদিন প্রশ্ন করে, ভারতের জমিতে পাকিস্তানের পতাকা এভাবে উড়ছে কী করে। বাবার কথা শুনে সে জানতে পারে কী চলছে উপত্যকায়। তারপরেই তাঞ্জিমের সিদ্ধান্ত, যাবতীয় বিরোধিতা অগ্রাহ্য করে স্বাধীনতা দিবসে সে দেশের পতাকা তুলবে লাল চকে, দেশের জন্য কিছু করার এটাই সেরা উপায়।
১৩ বছরের মেয়েটির প্রশ্ন, আমাদের পতাকা অসম্মানিত হচ্ছে, আর আমরা শুধু ঘরে বসে এ সব লোকেদের বিরুদ্ধে কড়া কড়া মন্তব্য করছি। কেন আমরা সেখানে গিয়ে আমাদের পতাকা তুলতে পারি না। কিন্তু পতাকা তোলার সরকারি অনুমতি তো তার নেই। তাঞ্জিম বিশ্বাস করে, নিজের দেশের যেখানে খুশি গিয়ে দেশের পতাকা তোলার অধিকার প্রত্যেকের আছে, এ জন্য কোনও অনুমতি দরকার নেই। তেরঙা উত্তোলনে তাকে বাধা দেওয়া হলে অনশনে বসবে বলেও জানিয়েছে সে।
তাঞ্জিমের স্কুল কর্তৃপক্ষ তার জাতীয় পতাকা তোলার জন্য অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীর অফিসে চিঠি লিখেছে। শ্রীনগরে তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তাও চেয়েছে তারা। এ ব্যাপারে কথা বলতে তাঞ্জিম শিগগিরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement