এক্সপ্লোর
Advertisement
ঘৃণা নয়, মুসলিমদের আপন করতে হবে: মোদী
কোঝিকোড়: দেশের তামাম মুসলিমদের সামনে সরকারের হয়ে সদর্থক বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন কোঝিকোড়ে দলীয় সম্মেলনে মুসলিম সম্প্রদায়কে কাছে টানতে বিজেপির অন্যতম প্রাণপুরুষ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রসঙ্গ উত্থাপন করেন মোদী। বলেন, দীনদয়াল উপাধ্যায় বলেছিলেন, মুসলিমরা কোনও ‘ভোটের বিষয়’ নয়। না ওরা কোনও ‘ঘৃণার পাত্র’।
দীনদয়ালকে উদ্ধৃত করে মোদী আরও বলেন, মুসলিমদের পুরস্কার বা তিরষ্কার করা উচিত নয়। তাদের ক্ষমতায়ণ করতে হবে। তাদের আপন করে নিতে হবে।
এদিন মোদী মনে করিয়ে দেন, সরকারের ‘সবকা সাথ সবকা বিকাশ’ বা সকলের সঙ্গে, সকলের উন্নয়ন মিশন কোনও রাজনৈতিক স্লোগান নয়। তা হল দেশবাসী এবং সমাজের প্রত্যেক মানুষের উন্ননের প্রতি সরকারের দায়বদ্ধতার অঙ্গীকার।
এদিন দীনদয়াল উপাধ্যায়ের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর সঙ্গে সঙ্গে ধর্মনিরপেক্ষতা, ভারসাম্যের উন্নয়ন এবং নির্বাচনী সংস্কার নিয়ে কথা বলেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, আজকাল জাতীয়তাবাদের সংজ্ঞাও বদলে গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement