এক্সপ্লোর
Advertisement
সোস্যাল মিডিয়ার অপব্যবহার করে দেশবিরোধী প্রচার? নতুন পলিসি চালু করছে কেন্দ্র
নয়াদিল্লি: সোস্যাল মিডিয়ার ওপর কড়া নজরদারি চালু করার ভাবনা কেন্দ্রের। সোস্যাল মিডিয়ার অপব্যবহার করে ভারত-বিরোধী চক্রান্ত, দেশ-বিরোধী প্রোপাগান্ডা হচ্ছে কিনা, সেদিকে তীক্ষ্ম নজর রাখা হবে এবার থেকে। এজন্য সরকারি পলিসিও চূড়ান্ত প্রায়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সির প্রতিনিধিরা সোস্যাল মিডিয়া, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসেছিলেন।
বর্তমানে সোস্যাল মিডিয়ার জন্য শুধু কিছু ডুজ অ্যান্ড ডোন্টস অর্থাত কী করা চলবে, কী নয়, রয়েছে। এবার একেবারে সুনির্দিষ্ট গাইডলাইন মেনে চলতে হবে।
কেন্দ্রের বক্তব্য, সন্ত্রাসবাদীদের সোস্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে ভারত-বিরোধী ষড়যন্ত্র, প্রচার চালানোর একাধিক নজির আছে। সোস্যাল মিডিয়ার মাধ্যমে দেশের নানা জায়গায় গুজব চাউর করা হয়েছে, যা থেকে হিংসা ছড়িয়ে অগ্নিগর্ভ পরিস্থিতিও তৈরি হয়েছে।
বিশেষ করে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতির প্রেক্ষাপটে সোস্যাল মিডিয়ার অপব্যবহারের বিষয়টি বিরাট এক চ্যালেঞ্জ। তাই নিরাপত্তা সংস্থাগুলি, গোয়েন্দা এজেন্সিগুলিকে যে কোনও বিভেদমূলক প্রচারের মোকাবিলায় সাহায্য করার জন্য একটি পলিসি চূড়ান্ত করার ব্যাপারে কথা হচ্ছে।
সোস্যাল মিডিয়ার ওপর মনিটরিংয়ের জন্য পরিকাঠামো তৈরি অর্থাত্ প্রয়োজনীয় লোকজন, প্রযুক্তি নিয়োগের বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সরকারি সূত্রটি। পাশাপাশি কোনও বড় ধরনের বিপর্যয় ঘটলে বা জন পরিষেবা বন্টনের ক্ষেত্রে কীভাবে সোস্যাল মিডিয়ার হাত ধরেই মানুষের কাছে পৌঁছনো যায়, খতিয়ে দেখা হচ্ছে তাও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement