এক্সপ্লোর
Advertisement
নতুন বছরের প্রাক্কালে ৩১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন মোদী
নয়াদিল্লি: বছরের শেষদিন ৩১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর। আগামীকাল শেষ হচ্ছে নোট বাতিলের ৫০ দিনের সময়সীমা। ফলে নতুন বছরের আগে মোদী ফের নয়া কোনও নোট-বার্তা দেবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
নোট বাতিলের পর সারা দেশে নগদের সমস্যা দেখা দিয়েছে। এই অবস্থায় বর্ষশেষে মোদীর ভাষণে নোট বাতিল পরবর্তী নোটের যোগান বাড়ানোর ক্ষেত্রে গৃহীত পদক্ষেপগুলি সহ পরবর্তী পথনির্দেশিকার উল্লেখ থাকতে পারে।
সরকারি সূত্রের খবর, কালো টাকার বিরুদ্ধে লড়াইয়ে আরও বড়সড় পদক্ষেপের ঘোষণা করতে পারেন মোদী।
নোট বাতিলের পর দেশের অর্থনীতি যে সমস্যায় পড়েছে তার মোকাবিলায় গৃহীত পদক্ষেপ সম্পর্কেও দেশবাসীকে জানাতে পারেন মোদী।
উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, দেশের স্বার্থে এই নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরফলে যে নগদের সমস্যা দেখা দিয়েছে তার সমাধানে ৫০ দিন অপেক্ষা করার আর্জি জানিয়েছিলেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলেও মন্তব্য করেছিলেন মোদী।
আগামীকাল সেই ৫০ দিনের সময়সীমা শেষ হচ্ছে। কাজেই প্রধানমন্ত্রী তাঁর ভাষণে নোট বাতিল জনিত দেশের পরিস্থিতি তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement