এক্সপ্লোর
Advertisement
National Tourism Day: আজ জাতীয় পর্যটন দিবস, থিম ‘দেখো আপনা দেশ’
কোভিড-১৯ অতিমারী মোকাবিলায় চালু হওয়া লকডাউনে পর্যটন ব্যবসার বিরাট ক্ষতি হয়েছে। এ বছর দিনটি পালিত হচ্ছে ভার্চুয়াল পদ্ধতিতে।
নয়াদিল্লি: আজ জাতীয় পর্যটন দিবস। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগের দিনটি এবার দেশে পালিত হচ্ছে করোনা অতিমারীজনিত পরিস্থিতিতে। দিনটির তাত্পর্য্য ও গুরুত্ব ভারতের অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ। কেননা ভারত ঘুরতে আসা পর্যটকদের কেন্দ্র করে হোটেল, পরিবহণ ব্যবসা চলে, দর্শনীয় স্থানগুলির আশপাশের মানুষজনের জীবনচক্র এগিয়ে চলে। রুটি-রুজির সংস্থান হয় বহু মানুষের। সমৃদ্ধ হয় অর্থনীতি।
A melting pot of cultures, colours, traditions & a vibrant landscape, India has attracted travellers since early ages.
On #NationalTourismDay2021 let us discover & rediscover our incredible nation.#DekhoApnaDesh pic.twitter.com/A2X5fg9uJr
— Hardeep Singh Puri (@HardeepSPuri) January 25, 2021
প্রতি বছরই ২৫ জানুয়ারি দিনটি দেশে জাতীয় পর্যটন দিবস হিসাবে পালিত হয়। ভারতবর্ষ মানেই হাজারো বৈচিত্র্য়ের দেশ। বৈচিত্র্যের মধ্যে ঐক্য়ই ভারতের মন্ত্র। বহুমুখী সংস্কৃতি বিরাজ করে এদেশে। পর্যটনেও তার প্রতিফলন দেখা যায়। তাজমহলের পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকদের টানে দক্ষিণ ভারতের নানা মন্দির। আছে অজন্তা, ইলোরা। মোটের ওপর ভারতে ঘুরে দেখার মতো আকর্ষণীয় স্থানের তালিকা বানাতে বসলে, শেষ খুঁজে পাওয়া যাবে না।
East, West, South, North and North East, travel around India through AAI Airports and #DekhoApnaDesh. #𝘊𝘩𝘢𝘭𝘰𝘚𝘢𝘧𝘢𝘳𝘗𝘢𝘳 for now and forever. #NationalTourismDay pic.twitter.com/SheB87p39v
— Airports Authority of India (@AAI_Official) January 25, 2021
ঠিক কবে থেকে দিনটি উদযাপন শুরু হয়েছে, তা সঠিক বলা সম্ভব নয়। ১৯৪৮ সালে দেশে পর্যটন চাঙ্গা করতে একটি ট্যুরিস্ট ট্রাফিক কমিটি তৈরি করা হয়। কমিটির আঞ্চলিক দপ্তর প্রথম খোলা হয় দিল্লি, মুম্বইয়ে। তিন বছর বাদে, ১৯৫১ সালে আরও দপ্তর হয় কলকাতা ও চেন্নাইয়ে। তবে শুধুমাত্র পর্যটনের বিকাশকে মাথায় রেখে সম্পূর্ণ আলাদা একটি দপ্তর খোলা হয় ১৯৫৮ সালে, পর্যটন ও যোগাযোগ মন্ত্রকের অধীনে। যার মাথায় ছিলেন ডেপুটি জেনারেল স্তরের যু্গ্ম সচিব।
দিনটির গুরুত্ব অত্যন্ত স্পষ্ট। দেশে পর্যটনের মূল্য, কীভাবে তা দেশের অর্থনীতির সমৃদ্ধির সম্ভাবনার ওপর প্রভাব ফেলে, তার ওপর আলোকপাত করা। দেশের প্রতিটি জায়গার আলাদা ঐতিহাসিক গুরুত্ব আছে । নানা ভাবে তার উদযাপন হয়। তাকে তুলে ধরার সবচেয়ে ভাল মাধ্যম পর্যটন। পাশাপাশি দেশে পর্যটনের ভূমিকার ব্যাপারেও দেশবাসীকে অবহিত, সচেতন করা হয়।
এবছর জাতীয় পর্যটন দিবসের থিম হল দেখো আপনা দেশ অর্থাত্ নিজের দেশকে দেখুন। কোভিড-১৯ অতিমারী মোকাবিলায় চালু হওয়া লকডাউনে পর্যটন ব্যবসার বিরাট ক্ষতি হয়েছে। এ বছর দিনটি পালিত হচ্ছে ভার্চুয়াল পদ্ধতিতে। ২১ জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটনমন্ত্রক এই থিমের ওপর সেমিনার-আলোচনাসভার আয়োজন করেছে। তার মাধ্যমে ভারতবর্যের বৈচিত্র্যমুখী সংস্কৃতিতে তুলে ধরতে চায় তারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement