মন কি বাত: পরীক্ষায় নকল করো না, পরীক্ষার্থীদের পরামর্শ মোদীর
নয়াদিল্লি: পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন না করার পরামর্শ পড়ুয়াদের দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সামনেই পরীক্ষার মরশুম। তার আগে এদিন মন কি বাত অনুষ্ঠানে পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে পরামর্শ দেন মোদী।
পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি কখনই পরীক্ষায় নকল না করার পরামর্শ দেন। প্রধানমন্ত্রী বলেন, পরীক্ষায় কখনই অসাধু উপায় অবলম্বন করা ঠিক নয়। কারণ, তা অত্যন্ত নিম্নরুচির।
পড়ুয়াদের তিনি বলেন, হাসিমুখে পরীক্ষা দিতে। বলেন, খুশি মনই ভাল মার্কশিটের আসল চাবিকাঠি। পড়ুয়াদের মোদী মনে করিয়ে দেন, যে কোনও পরীক্ষা সেই বছরের পরীক্ষা মাত্র, জীবনের নয়। বলেন, পরীক্ষাকে উৎসব মনে করতে, তাহলে সব চাপ আনন্দে পরিণত হবে।
মোদী যোগ করেন, অন্যের সঙ্গে প্রতিযোগিতা না করে প্রত্যেক পড়ুয়ার উচিত নিজের সঙ্গে প্রতিযোগিতা করা। এই প্রসঙ্গে, তিনি প্রাক্তন ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকরের উদাহরণ টেনে এনে বলেন, সচিন সর্বদা নিজের সঙ্গে প্রতিযোগিতা করে রেকর্ড তৈরি করেছে।
পাশাপাশি, অভিভাবকদের উদ্দেশ্যেও বার্তা দেন মোদী। বলেন, সমস্যার মূল কারণ হল প্রত্যাশা। প্রত্যাশা পড়ুয়াদের ওপর চাপসৃষ্টি করে। অন্যদিকে, গ্রহণ করে নিলে অনেক কিছুই সহজ হয়ে যায়।