এক্সপ্লোর
পয়লা জুলাই জন্ম, সদ্যোজাত কন্যার নাম রাখা হল জিএসটি, টুইটে শুভেচ্ছা বসুন্ধারা রাজের
![পয়লা জুলাই জন্ম, সদ্যোজাত কন্যার নাম রাখা হল জিএসটি, টুইটে শুভেচ্ছা বসুন্ধারা রাজের Newborn Baby Born On July 1 Named Gst After Tax Reform Vasundhara Raje Wished Her Good Health On Twitter পয়লা জুলাই জন্ম, সদ্যোজাত কন্যার নাম রাখা হল জিএসটি, টুইটে শুভেচ্ছা বসুন্ধারা রাজের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/07/05113627/GST.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ছবি সৌজন্যে এএনআই
রায়পুর: স্বাধীনতার পর ভারতের কর ব্যবস্থার সবচেয়ে বড় সংস্কারের নাম জিএসটি। পয়লা জুলাই রাত বারোটা থেকে এই নয়া কর ব্যবস্থা চালু হয়েছে। এদিকে ওই একইদিনে ছত্তীসগড়ের কোরিয়া জেলায় এক দম্পতির কোল আলো করে আসে এক কন্যা সন্তান। এবার সেই সন্তানের নাম রাখা হল জিএসটি।
এএনআইকে দেওয়া এক সাক্ষাত্কারে সদ্যোজাতের বাবা জগদীশ প্রসাদ জানান, পয়লা জুলাই রাতে জিএসটি সম্পর্কে যখন সংসদভবনের সেন্ট্রাল হলে ঘোষণা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক তার কয়েক ঘণ্টা বাদে ছত্তীসগড়ের এক বাড়িতে জন্ম হয় ছোট্ট মেয়েটির। নিজের উত্তেজনা ধরে রাখতে পারেন না নতুন বাবা। উত্তেজনার বশে তিনি তাঁর মেয়ের নাম রাখেন জিএসটি।
১ জুলাই সকালবেলা জগদীশের স্ত্রীকে প্রসব যন্ত্রণা নিয়ে ছত্তীসগড়ের এক সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। মেয়ের জিএসটি নাম রাখার পর, সদ্যোজাতকে দেখতে গ্রামের লোকেরা জগদীশের বাড়িতে ভীড় জমাতে শুরু করেন। এমনকি মেয়ের জন্মের পরই জগদীশকে সারা গ্রাম চিনে গেছে, চিনেছে দেশের মানুষও।
এমনকি জিএসটিকে শুভ কামনা জানিয়ে টুইট করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধারা রাজেও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)