এক্সপ্লোর
Advertisement
নীতীশ কুমার বিজেপি-র স্বাভাবিক মিত্র, মত রামবিলাস পাসোয়ানের
নয়াদিল্লি: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে বিজেপি-র স্বাভাবিক বন্ধু আখ্যা দিলেন লোক জনশক্তি পার্টি নেতা রামবিলাস পাসোয়ান। তিনি বলেছেন, ‘এটা (বিজেপি-জেডিইউ জোট) হওয়ারই ছিল। অহঙ্কারী (লালু) যাদবের সঙ্গে কারও স্বস্তিতে থাকা সম্ভব নয়। যাদবের সঙ্গে থাকার সময় নীতীশকে দেখে সবসময় মনে হত, তিনি স্নায়ুর চাপে ভুগছেন। বিজেপি-জেডিইউ স্বাভাবিক বন্ধু। নতুন সরকার বাকি তিন বছরের মেয়াদ পূরণ করবে। এই সরকার বিহারে দুর্নীতিমুক্ত ও উন্নয়নমুখী প্রশাসন উপহার দেবে।’
পাসোয়ান আগেই বলেছিলেন, জেডিইউ-আরজেডি সরকার মাঝপথেই পড়ে যাবে। তাঁর সেই ভবিষ্যৎবাণী মিলে গিয়েছে। পাসোয়ানের মতে, নীতীশ এনডিএ-তে যোগ দেওয়ায় উপ-রাষ্ট্রপতি নির্বাচন এবং ২০১৯ সালে আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্রের শাসক জোটের সুবিধা হবে।
নীতীশের এনডিএ-তে যোগ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করায় কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীকে তোপ দেগেছেন পাসোয়ান। তিনি বলেছেন, ‘মনমোহন সিংহ প্রধানমন্ত্রী থাকার সময় গাঁধী দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। যাদবদের সুবিধা হতে পারে এমন একটি অর্ডিন্যান্সের কপি তিনি ছিঁড়ে ফেলেছিলেন। এখন তিনি যাদবদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেননি। আমার মনে হয় নীতীশ গাঁধীর উপর সবচেয়ে ক্ষুব্ধ।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement