এক্সপ্লোর
Advertisement
রোমিওদের আর মুখে কালি মাখিয়ে, কান ধরিয়ে শাস্তি নয়, যোগী সরকারের নির্দেশ অ্যান্টি রোমিও স্কোয়াডকে
লখনউ: রোমিওদের ধরতে হবে ঠিকই। কিন্তু শাস্তি দেওয়ার নামে কান ধরে ওঠবোস করিয়ে মুর্গি করা বা মুখে কালি মাখানো চলবে না। উত্তরপ্রদেশ পুলিশের অ্যান্টি রোমিও স্কোয়াডকে এই নির্দেশ দিল যোগী আদিত্যনাথ সরকার।
মেয়েদের নিরাপত্তার নামে যেভাবে রাস্তায় ঘুরে বেড়ানো যুবকদের এই অ্যান্টি রোমিও স্কোয়াড হেনস্থা করতে শুরু করে, তা নিয়ে অভিযোগ ওঠে রাজ্য জুড়ে। এলাহাবাদ হাই কোর্টও নির্দেশ দেয়, পুলিশকে ব্যবস্থা নিতে হবে গাইডলাইন ও আইন মেনে।
এরপরই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেন। পুলিশের ওপর সরকারি নির্দেশ আসে, শাস্তির নামে মাথা কামিয়ে দেওয়া, মুখে কালি লেপন বা মুর্গি করা চলবে না। প্রেমিক প্রেমিকাদের হেনস্থা না করারও নির্দেশ দেওয়া হয়েছে।
বিজেপি তাদের নির্বাচনী ম্যানিফেস্টোয় প্রতিশ্রুতি দেয়, ক্ষমতায় এলে রাজ্যে বেড়ে চলা নারী নির্যাতন বন্ধ করতে অ্যান্টি রোমিও স্কোয়াড গঠন করা হবে। কিন্তু অভিযোগ ওঠে, এই স্কোয়াড নিরীহ যুবকদেরও যথেচ্ছ হেনস্থা করছে। এ নিয়ে এলাহাবাদ হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়।
উত্তরপ্রদেশ সরকার অবশ্য জানিয়ে দিয়েছে, নারী সুরক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে তারা। মুখ্যমন্ত্রী নিজে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি জানিয়েছেন, আইন শৃঙ্খলা তাঁর সরকারের আমলে অগ্রাধিকার পাবে। উত্তরপ্রদেশ পুলিশেরও দাবি, অ্যান্টি রোমিও স্কোয়াডের কাজ নীতি পুলিশগিরি নয়, মহিলা স্কুল, কলেজ ও অন্যত্র যে সব ছেলে বা ছেলের দল ঘোরাফেরা করে, তাদের ওপর নজরদারি করাই এই স্কোয়াডের কাজ। এর ফলে সম্ভাব্য নিগ্রহকারীদেরও শাসনে রাখা যাবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement