নগদ সঙ্কট নেই, শীঘ্রই দিনে ২৫০০ কোটি নোট ছাপা হবে: কেন্দ্রীয় সচিব
নয়াদিল্লি: দেশে নগদ সঙ্কটের আতঙ্কের আবহ তৈরি হওয়ায় ড্যামেজ কন্ট্রোলে নামল কেন্দ্র। সরকার জানিয়ে দিল, ব্যাঙ্কের কাছে ও রিজার্ভে যথেষ্ট পরিমাণে নগদ রয়েছে। ফলে, যে কোনও পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব।
এদিন অর্থনৈতিক-বিষয়ক সচিব সুভাষ চন্দ্র গর্গ জানান, বর্তমানে ১৮ লক্ষ কোটি টাকার নগদ চালু রয়েছে। এর পাশাপাশি, আড়াই থেকে তিন লক্ষ কোটি টাকার রিজার্ভ মজুত রয়েছে। যে কোনও নগদ সঙ্কট পরিস্থিতির মোকাবিলা করতে আমরা প্রস্তুত। তিনি স্বীকার করেন, দেশের কয়েকটি জায়গায় নগদের চাহিদা অন্য প্রান্তের তুলনায় বেশি থাকে। ফলে, সেখানে মানুষকে দীর্ঘ লাইন দিতে হচ্ছে। তিনি জানান, সেই সব জায়গায় বেশি পরিমাণ নোট সরবরাহ করতে হচ্ছে।
সুভাষ চন্দ্র গর্গ বলেন, আমাদের রিজার্ভে এখনও ১.৭৫ লক্ষ কোটি টাকা রয়েছে। গত কয়েকদিনে নোট ছাপার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এখন ৫০০ টাকার নোট বেশি করে ছাপা হচ্ছে। প্রায় ৫০০-র নোটের ৫০০ কোটি নোট ছাপা হচ্ছে। অদূর ভবিষ্যতে সেই পরিমাণ বাড়িয়ে দৈনিক ২,৫০০ কোটিতে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ, শুধুমাত্র ৫০০ টাকার নোটেই ৭০-৭৫ হাজার কোটি টাকা চালু থাকবে। ফলে, দেশে নগদ সঙ্কট তৈরি হওয়ার কোনও সম্ভাবনা নেই।