এক্সপ্লোর
আরএসএস-এর সদস্য হলে সরকারি চাকরি হবে না, নির্দেশিকা কেন্দ্রীয় সরকারি দফতরের
নয়াদিল্লি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা তাঁদের সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস)-এর গভীর যোগ নিয়ে গর্ব প্রকাশ করলেও, কেন্দ্রীয় সরকারি এক দফতর সম্পূর্ণ উল্টো পথে হাঁটল। কেন্দ্রীয় সরকারের অন্তর্গত এক দফতর সম্প্রতি তাঁদের বিকানের অঞ্চলের চাকুরিপ্রার্থীদের উদ্দেশ্যে বলেন আরএসএস-এর সদস্য হলে সরকারি চাকরি হবে না।
এই নির্দেশিকায় স্পষ্টভাষায় বলা হয়েছে, কোনও প্রার্থী যদি আরএসএস সদস্য হয়ে, তাহলে তিনি এই চাকরিতে যোগ দিতে পারবেন না।
প্রসঙ্গত, এক চাকুরিপ্রার্থী কেন্দ্রীয় সরকারের কাস্টমস দফতরের জন্যে ইন্সপেক্টর পদে চাকরি পান। সেখানে তাঁকে ইন্টারভিউয়ের সময় সরাসরি বলা হয়, তাঁকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে যে তিনি কোনও অবস্থাতেই আরএসএস-এর সঙ্গে যুক্ত হবেন না। এই নির্দেশিকায় আপত্তি জানায় সেই চাকরিপ্রার্থী।
যদিও এবিষয়ে প্রধানমন্ত্রী দফতরের মন্ত্রী জিতেন্দ্র সিংহকে প্রশ্ন করা হলে, তিনি বলেন বর্তমানে এরকম কোনও নির্দেশিকা জারির কথা তাঁর জানা নেই। ১৯৬৬ সালে এরকম এক নির্দেশিকা জারি হয়েছিল। সেখানে বলা হয়েছিল, আরএসএস বা জামাত-ই-ইসলামির মতো কোনও সংগঠনের সদস্য হলে কেন্দ্রীয় সরকারি চাকরিতে যোগ দেওয়া যাবে না। তবে বর্তমান মোদী সরকার এমন কোনও নির্দেশিকা জারি করেনি এবং পাঁচ দশক পুরনো এই নির্দেশ তুলে নেওয়ারও ভাবনা-চিন্তা করছে কেন্দ্র।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement