এক্সপ্লোর
Advertisement
অভিযোগ, কংগ্রেস ''জঘন্য মিথ্যা' ছড়াচ্ছে, মেঘালয়ে গোমাংসে নিষেধাজ্ঞা নয়, বলল বিজেপি
নয়াদিল্লি: মেঘালয়ে গোমাংসে নিষেধাজ্ঞা জারি করতে চায়, এ খবর 'ডাহা জঘন্য মিথ্যা' বলে দাবি করল বিজেপি।
গতকাল রাতেই রাজ্যের এক বিজেপি নেতা গবাদি পশু কেনাবেচায় কেন্দ্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞার প্রতিবাদে দল ছেড়েছেন। বাছু মারাক নামে গারো সম্প্রদায়ের ওই নেতা জানিয়ে দিয়েছেন, তিনি গারো হয়ে নিজের সম্প্রদায়ের আবেগের সঙ্গে আপস করতে পারবেন না। গোমাংস খাওয়া তাঁর সম্প্রদায়ের সংস্কৃতি, ঐতিহ্যের অঙ্গ। বিজেপির ধর্মনিরপেক্ষতার পরিপন্থী আদর্শ তাঁদের ওপর চাপিয়ে দেওয়া চলবে না।
বাছুর ইস্তফাকে স্বাগত জানিয়েছেন দলের তরফে মেঘালয়ের ভারপ্রাপ্ত নেতা নলিন কোহলি। বাছু ও আরও কয়েকজনের বিরুদ্ধে দলের অগ্রগতির সম্ভাবনায় অন্তর্ঘাত ঘটানোর অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে বিজেপি।
কোহলি বলেন, কংগ্রেসের নোংরা কৌশল বিভাগ বিজেপি মেঘালয়ে গোমাংস নিষিদ্ধ করতে চায় বলে নির্জলা মিথ্যা প্রচার চালিয়ে আগামী বছর হতে চলা বিধানসভা ভোটের রাজনৈতিক এজেন্ডায় সাম্প্রদায়িক রং দিচ্ছে। কিন্তু এর চেয়ে বড় অসত্য আর কিছু হয় না। কারণ আমাদের সাংবিধানিক কাঠামোয় যেখানে রাজ্যের সিদ্ধান্ত নেওয়ার কথা, সেখানে কেন্দ্র মাথা গলাতে পারে না। বিজেপির একটাই এজেন্ডা মেঘালয়ে। তা হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সব কা সাথ, সব কা বিকাশ। এই ইতিবাচক এজেন্ডা সামনে রেখেই বিজেপি বিধানসভা ভোটে লড়ার প্রস্তুতি নিচ্ছে।
মুকুল সাংমার পরিচালনাধীন কংগ্রেস সরকারের 'লাগামছাড়া দুর্নীতি, প্রতিশ্রুতি ভঙ্গ করা, অনুন্নয়নকে' তাঁরা জনসমক্ষে উন্মোচিত করবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি। অভিযোগ করেন, কংগ্রেস তার পারফরম্যান্স নিয়ে বিতর্ক থেকে পালিয়ে বাঁচতে চাইছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement