মাওবাদী মোকাবিলায় মোতায়েন নয় সেনা, জানাল কেন্দ্র
নয়াদিল্লি: সুকমার হত্যালীলার পরও মাওবাদী দমনে সেনাবাহিনীকে মোতায়েন করতে নারাজ মোদী সরকার।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানান, (মাওবাদী) দেশের অভ্যন্তরীণ বিষয়। তাই মাওবাদী দমনে সেনা মোতায়েন করার কোনও প্রশ্নউই ওঠে না। তিনি জানান, যেহেতু মাওবাদী সমস্যা, দেশের আইনশৃঙ্খলার সঙ্গে জড়িত, তাই পুলিশ ও আধা-সামরিক বাহিনীকেই এর মোকাবিলা করতে হবে। তিনি যোগ করেন, এক্ষেত্রে বাহিনীর বড় ক্ষতি হলেও, কোনও উপায়ন্তর নেই।
সোমবার, ছত্তিশগড়ের সুকমায় মাওবাদী হানায় ২৫ সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পর বিভিন্ন মহলে এমন জল্পনা শুরু হয়েছিল যে, সমস্যা সমাধানে হয়ত সেনাবাহিনী মোতায়েন করার ভাবনাচিন্তা করতে পারে কেন্দ্র। কিন্তু, সেই জল্পনায় জল ঢেলে দেন ওই আধিকারিক।
তবে, সামরিক বাহিনী সরাসরি অংশগ্রহণ না করলেও, আধা-সামরিক বাহিনীর যাতায়াতে সহায়তা করে ভারতীয় বায়ুসেনা। যেমন, আহত, অসুস্থ জওয়ানদের নিয়ে যাওয়া থেকে শুরু করে খাবার ও অন্যান্য অত্যাবশ্যক সামগ্রী পাঠানো—সবকিছুতেই ব্যবহার হয় বায়ুসেনার কপ্টার।