এক্সপ্লোর
Advertisement
কীভাবে গাওয়া হবে ‘বন্দেমাতরম’, নির্দিষ্ট নিয়ম নেই, জানালেন রিজিজু
নয়াদিল্লি: কোন পরিস্থিতিতে, কীভাবে ‘জাতীয় গান’ ‘বন্দেমাতরম’ গাওয়া যেতে পারে, সে ব্যাপারে কোনও নির্দিষ্ট নিয়ম-নীতি সরকার স্থির করেনি বলে রাজ্যসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু।
জাতীয় গান আমাদের মধ্যে দেশপ্রেমের বোধ জাগিয়ে তোলে এবং তার জন্য নির্দিষ্ট নিয়ম থাকা বাধ্যতামূলক বলে রাজ্যসভায় সওয়াল করেন বিকাশ মহাত্মে নামে এক সাংসদ। জাতীয় গান সর্বত্র এক সুরে, তালে ও ছন্দে গাওয়া হবে, এটা সুনিশ্চিত করার জন্য কোনও নিয়ম-নীতি কি চালু আছে, জানতে চান তিনি। বিকাশ এও বলেন, ব্যাকগ্রাউন্ডে সেনা জওয়ানদের বা অন্য কিছু দেখানোয় আপত্তির কিছু নেই, কিন্তু প্রায়ই দেখা যায়, সিনেমা হল, প্রেক্ষাগৃহে জাতীয় গান যে যার নিজের খেয়ালখুশি মতো গাইছে, এমনকী নিজস্ব সুরেও। গাওয়ার সময় শরীরও নড়াচড়া করে। সরকার কি এক্ষেত্রে নিয়মনীতি কার্যকর করার ব্যাপারে সিরিয়াস? জবাবে রিজিজু বলেন, সরকার কোন পরিস্থিতিতে, কীভাবে জাতীয় গান গাওয়া বা বাজানো উচিত, সে ব্যাপারে কোনও স্পষ্ট নিয়ম তৈরি করেনি।
প্রসঙ্গত, সরকারি ওয়েবসাইট India.gov.in, অনুসারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত জাতীয় গান ‘বন্দেমাতরম’-কে জাতীয় সঙ্গীতের সমান মর্যাদাই দেওয়া হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
আন্তর্জাতিক
Advertisement