এক্সপ্লোর
Advertisement
আধারের সঙ্গে প্যান যুক্ত করার শেষ দিন চূড়ান্ত হয়নি, জানালেন অর্থমন্ত্রী
নয়াদিল্লি: ৩১ অগাস্টই চূড়ান্ত দিন নয়। এরপরেও আধারের সঙ্গে প্যান যুক্ত করা যাবে। এ বিষয়ে শেষ দিন চূড়ান্ত করা হয়নি। আজ লোকসভায় এমনই জানালেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন।
এর আগে এ মাসের শুরুতে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, আধারের সঙ্গে প্যান যুক্ত করার শেষ দিন ৩১ অগাস্ট। তবে আজ সেই ঘোষণা থেকে সরে এল সরকার। যদিও যাঁরা আয়কর জমা দিয়েছেন, তাঁদের ৩১ অগাস্টের মধ্যেই আধারের সঙ্গে প্যান যুক্ত করার আবেদন জানাতে হবে বলেই জানা গিয়েছে। আধারের সঙ্গে প্যান যুক্ত না করলে আয়কর জমা দেওয়ার আবেদন গ্রাহ্য হবে না।
২৮ জুন পর্যন্ত দেশে ১১১ কোটি মানুষের আধার থাকলেও, প্যান ছিল মাত্র ২৫ কোটি মানুষের। করদাতাদের সমস্যা দূর করার জন্যই আয়কর জমা দেওয়ার শেষ দিন ৫ অগাস্ট পর্যন্ত বাড়ায় কেন্দ্র। যাঁরা এখনও আধারের সঙ্গে প্যান যুক্ত করেননি বা আবেদন জানাননি, তাঁদের আয়কর জমা দেওয়ার সময় আধার নম্বর উল্লেখ করতে হয়েছে। এবার তাঁদেরও আধার ও প্যান যুক্ত করতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement